বন্ধ হচ্ছে হাজিরা খাতায় সই, অর্থ দফতরের সব কর্মীর জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

বেশিরভাগ বেসরকারি সংস্থাতেই দীর্ঘদিন ধরে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি চালু আছে। সরকারি দফতরগুলিতেও এই পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা করা হয়েছে।

এতদিন নবান্নে অর্থ দফতরে দু'ভাবে হাজিরা দেওয়ার সুযোগ পাচ্ছিলেন কর্মীরা। যাঁরা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে হাজিরা দিচ্ছিলেন, তাঁদের সেই সুযোগ দেওয়া হচ্ছিল। আবার অনেকে পুরনো পদ্ধতিতে হাজিরা খাতায় সই করছিলেন। এবার সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। অর্থ দফতরের কর্মীরা আর হাজিরা খাতায় সই করতে পারবেন না। কারণ, হাজিরা খাতাই আর থাকছে না। অর্থ দফতরের লিখিত নির্দেশ অনুযায়ী, এই বিভাগের সব কর্মীকেই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিতে হবে। এ বিষয়ে অর্থ দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘২০২৩ সালের মে মাসে নবান্নে অর্থ দফতরের কর্মীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু করা হয়েছে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও, অনেক কর্মীই বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের ব্যাপারে খুব একটা আগ্রহী হননি। কর্মীদের একাংশ বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিচ্ছেন, আবার একাংশ হাজিরা খাতায় সই করছেন। এর ফলে সবার হাজিরার হিসেব রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই কারণেই হাজিরা খাতায় সই করার পদ্ধতি বাতিল করা হচ্ছে।’

কবে থেকে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক?

Latest Videos

অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, অবিলম্বে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক হচ্ছে। এই পদ্ধতি গত দেড় বছর ধরে চালু থাকায় নতুন করে জানানোর কিছু নেই। শুধু হাজিরা থাকায় সই বন্ধ হয়ে যাওয়ার কথা লিখিত নির্দেশের মাধ্যমে বন্ধ করে দেওয়া হল। শুধু নবান্নতেই নয়, রাজ্যের সর্বত্র অর্থ দফতরে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক হয়ে গিয়েছে। কোনও কর্মী অন্য দফতর থেকে নবান্নে অর্থ দফতরে বদলি হয়ে এলে সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলতে হবে। নবান্ন থেকে অর্থ দফতরের কোনও কর্মী অন্যত্র বদলি হয়ে গেলে নবান্নে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বন্ধ করার কথা জানিয়ে দিতে হবে।

সরকারি দফতরে হাজিরায় কড়াকড়ি

২০২৬ সালে পরবর্তী বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের সব সরকারি দফতরে কর্মীদের হাজিরার উপর কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কোনওরকম ফাঁকি বা গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বদলে যাবে পশ্চিমবঙ্গের ম্যাপ? ১০০ বছর পর বাংলার ম্যাপ বদলাচ্ছে নবান্ন! বড় পদক্ষেপ মমতার

কোন কোন ক্লাব ফিরিয়ে দিয়েছে পুজোর অনুদানের ৮৫ হাজার টাকা? বিস্ফোরক রিপোর্ট দিল নবান্ন

আরজিকরকাণ্ডের ছায়া পড়ল সরকারি কর্মীদের উপর! নেওয়া যাবে না অহেতুক ছুটি? মারাত্মক কড়াকড়ি শুরু করল নবান্ন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও