চলতি সপ্তাহেই রাজ্যে আসছে শীতের আমেজ, খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

নভেম্বরের মাঝামাঝি সময়েও দক্ষিণবঙ্গের বেশিরভাগ বাড়িতেই দিনের বেলা তো বটেই, রাতেও পাখা চলছে। শীতের আমেজ এখনও আসেনি। তবে হেমন্তের পরশ পাওয়া যাচ্ছে।

কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীতের আমেজ পাওয়া যাবে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন অংশে যে তাপমাত্রা ছিল, বুধবার তার তুলনায় কিছুটা কমেছে। বৃহস্পতিবার তাপমাত্রা আর একটু কমতে চলেছে। এভাবেই চলতি সপ্তাহের শেষে রাজ্যে শীতের আমেজ আসতে চলেছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পংয়ে তো বছরের বেশিরভাগ সময়ই শীতের আমেজ থাকে, কয়েকদিনের মধ্যেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, কোচবিহারেও শীতের আমেজ টের পাওয়া যাবে। উত্তরবঙ্গের পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে যে কোনও আবহাওয়া বদলের আগে বৃষ্টি হয়। ফলে জাঁকিয়ে শীত পড়ার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

কবে পুরোপুরি শীত পড়বে?

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ এলেও, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা একইরকম থাকবে। ভোরবেলা ঠান্ডার ভাব থাকতে পারে। তারপর অবশ্য রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিম্পঙে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বদলাচ্ছে না। তারপর রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। ফলে দার্জিলিং বা উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলে যাঁরা বেড়াতে যাচ্ছেন, তাঁরা শীত উপভোগ করার সুযোগ পাবেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফিরেও গরমে হাঁসফাঁস করতে হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া হতে চলেছে। ফলে সবাই তীব্র গরমের পর হাঁফ ছেড়ে বাঁচতে চলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কলকাতা-সহ জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া! কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত! জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather Report: রাজ্যে আসছে কনকনানি শীত! আর কয়েকদিনের মধ্যেই বদলে যাবে আবহাওয়া

হালকা বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে জাঁকিয়ে নামবে শীত? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar