RG Kar Case Update: দেখতে দেখতে একবছর হতে চলল। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরছেন বাইরে। এই অবস্থায় ফের আদালতের দ্বারস্থ আরজি করের নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। কী আর্জি তাঁদের? বিশদে জানুন…
গত বছর ৯ অগাস্ট রাতে শহরের বুকে নামকরা সরকারি হাসপাতালে ঘটে গিয়েছিল নৃশংস ঘটনা। তরুণী চিকিৎসককে ধর্ষন করে খুন করার অভিযোগ ওঠে। সেদিনের ঘটনার পর গড়িয়েছে অনেক জল। রাজ্য- দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে আন্দোলন। তবুও অধরা এখনও ন্যায় বিচার। এই অবস্থায় ফের আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতা নিহত তরুণীর বাবা-মা।
210
আদালতে কী দাবি নির্যাতিতার পরিবারের?
সূত্রের খবর, ২০২৪ সালের ৯ অগাস্ট যে রাতে আরজি করে ঘটে গিয়েছিল অমন নারকীয় ঘটনা এবার সেই ঘটনাস্থল বা ক্রাইম স্পট পরিদর্শন বা ঘুরে দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা নিহত তরুণীর বাবা-মা। শিয়ালদহ কোর্টে বুধবার নিজেদের আইনজীবী মারফত এই আবেদন জানান তরুণীর পরিবার।
310
কী বলল আদালত?
নিহত তরুণীর পরিবারের আবেদন নিয়ে আদালত সূত্রে খবর, নির্যাতিতার পরিবারকে আর.জি করের ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শনের আবেদন খারিজ করে দেয় শিয়ালদহ আদালত।
এই বিষয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে শিয়ালদহ কোর্টের বিচারকের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট ফরোন্স এক্সপার্ট নিয়ে যাওয়ার আবেদন করেছেন? আবেদনে আরও বলেছেন po মেজারমেন্ট করতে চান । বিচারকের মন্তব্য:- সেটা কিভাবে সম্ভব হতে পারে। রাজ্য যদি ব্যর্থ হয় তাহলে সিবিআই আছে।
510
নির্যাতিতার পরিবারের আবেদন খারিজ
নির্যাতিতার পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারকের মন্তব্য, ‘আপনারা যা আবেদন করেছেন অলমোস্ট প্যারালাল ইনভেস্টিগেশন এর মত। মেজারমেন্টর কি লিগ্যাল সেন্টিটি রয়েছে । সিবিআই ইনভেস্টিগেশন করছে।’
610
ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়ার এক্তিয়ার নেই
তদন্তের একটা পার্ট শেষ হয়েছে। এখনও একটা পার্টে অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের অংশে তদন্ত চলছে । এই মুহূর্তে অকুষ্থল পরিদর্শনের অনুমতি দিতাম তাহলে আপনারা গিয়ে কি করতেন? প্রশ্ন আদালতের নির্যাতিতার আইনজীবীকে। তদন্ত চলছে এই মুহূর্তে অকুস্থল পরিদর্শন করতে দেবার একতিয়ার নিম্ন আদালতের নেই l
710
সিবিআই-কে ভর্ৎসনা আদালতের
এদিকে নির্যাতিতার পরিবারের আবেদনের বিষয়ে সিবিআই- এর ওপর ক্ষুব্ধ হন বিচারক। নির্যাতিতার পরিবারের এই আবেদনে সিবিআই কেন অবজেকশন দিল না প্রশ্ন করেন বিচারক। সিবিআই- এর অবস্থা অত্যন্ত শোচনীয় এমনটাও মন্তব্য করেন বিচারক ।
810
হাইকোর্টে যাওয়ার পরামর্শ
সিবিআই চার্জশিট না দিতে পারার কারণে দুজন অভিযুক্ত জামিন পেয়ে গেছেন । তাহলে কেন গ্রেফতার করলেন ?? অভিযুক্তদের সিবিআই যেহেতু অবজেকশন দেয়নি, তাহলে সিবিআই কি আপনাদের সাহায্য নিতে চাইছে এমনটা প্রশ্ন করেন বিচারক । যদি তাই হয় তাহলে হাইকোর্টে গিয়ে আবেদন করুন।
910
বেকসুর খালাসের দাবি
দুই অভিযুক্তদের সরাসরি এই আবেদনের ক্ষেত্রে কোনও ভূমিকা ছিল না। তবু অভিযুক্তরা কেন অবজেকশন দিল অভিযুক্তদের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। অভিযুক্তরা যদি নির্দোষ হতেন তাহলে তো তারা বলতেন যে আমাদের কোন আপত্তি নেই ।
1010
নিম্ন আদালতের রায়ের বিরোধিতা
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হলেও, সেই রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সঞ্জয় রায়। বেকসুর খালাসের দাবি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের।