Dilip Ghosh News: সামনেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। ওই দিনই কী তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ! রাজ্য-রাজনীতির অন্দরে যখন চলছে এই নিয়ে বিস্তর কাঁটাছেড়া, ঠিক তখনই নব নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এলেন তিনি।
হাতে আর মাত্র কিছুদিন। তারপরই ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে প্রতিবছরই ওই দিনে দলের তরফে কিছু না কিছু চমক রাখেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চমক কী দিলীপ ঘোষ? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। তাহলে কী ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মঞ্চে দেখা যাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে!
28
দিলীপের সাফ বার্তা
যদিও এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবারই তিনি দেখা করে এসেছেন সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। আর তারপরই তুঙ্গে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা। তাহলে কী শমীকের আমলে আদিরাই প্রাধান্য বেশি পাবে গেরুয়া শিবিরে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
38
ছাব্বিশে সাফ বার্তা দিলীপ ঘোষের
জানা গিয়েছে, একুশে জুলাইয়ের আগে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বিস্ফোরক বার্তা দিলেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’আমরা জল্পনা-কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি। একুশে যেটা সাফ হয়নি, যেটুকু রয়ে গিয়েছে ছাব্বিশে সাফ।''
এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘’রাজনীতিতে ধারণা তৈরি হয়। এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও হয়ে আসছে। আমার মনে হয় বিজেপি কর্মীদের যাদের মধ্যে একটু দোলাচল চলছিল সেটা কেটে গিয়েছে। সবাই মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনব।''
58
বিজেপি নিরন্ত এগোচ্ছে
দিলীপের কথায়, ‘’বিজেপি নিরন্তন এগোচ্ছে, নির্বাচনে ভালো ফল করছে। আমার ধারণা, শমীক দা আমার থেকে দলের পুরনো সদস্য। আমি যখন বিজেপির রাজ্য সভাপতি হই উনি তার আগে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। তাই উনি আমার থেকে অনেক সিনিয়র লিডার। পার্টির যেমন আদেশ হবে, তেমন ভাবেই কাজ হবে।''
68
গেরুয়া শিবিরে মিটছে দিলীপ দূরত্ব
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর তার বরণ অনুষ্ঠানে ডাক পাননি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তা দেখে অনেকেই ধারণা করেছিলেন, দলের সঙ্গে দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষের। ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন তিনি।
78
জল্পনায় জল ঢাললেন দিলীপ-শমীক
যদিও এই বিষয়ে আগেই শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘’দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই কাজে লাগানো হবে। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না।''
88
দিলীপেই ভরসা শমীকের
এই বিষয়ে বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘’আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল হতে পারে। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এর অর্থ সেটা নয়, যে সে দলের বাইরে চলে গিয়েছে।''