Sacked Teachers’ Protest: শহর জুড়ে চাকরিহারাদের হাহাকার। বুধবার, কলকাতা যেন সেইরকমই এক ছবি দেখল।
Sacked Teachers’ Protest: দক্ষিণ কলকাতার কসবায় (Kasba) কার্যত, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল এদিন। সদ্য চাকরি হারিয়েছেন তারা। রাজ্যের নানা প্রান্তে বুধবার, বিক্ষোভের ছবি ধরা পড়ে। বাদ যায়নি কলকাতাও। এদিন ডিআই অফিস অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আর সেই কর্মসূচিকে ঘিরে কার্যত উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
আর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন রীতিমতো অ্যাকশনে নামে পুলিশ (Kolkata Police)। আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করা হয় এবং লাথিও মারা হয় বলে অভিযোগ। কার্যত, শহরের বুকে নজিরবিহীন ঘটনা (sacked teachers' movemnt)।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠি চালায় পুলিশ। রীতিমতো রাস্তায় ফেলে মারা হয় তাদের। শুধু তাই নয়, চাকরিহারাদের থামাতে নামে র্যাফ। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।
আর পুলিশের লাঠিচার্জের পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একজন শিক্ষিকা রীতিমতো ফুঁসে ওঠেন তারই মাঝে। বলতে থাকেন, “কোনওরকম মিথ্যে প্রতিশ্রুতি আমরা মানব না। আমরা এতদিন অনেক সহ্য করেছি। আমাদের লাশের উপর রাজনীতি করা চলবে না। আমাদের একটাই দাবি, সরকারকে মিরর ইমেজ সামনে আনতে হবে।”
আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ তো আবার পুলিশকে ৫০০ টাকা দিতে যান। তারা বলতে থাকেন, “পুলিশ শিক্ষকদের মেরেছে। ভালো করেছে, তাই পুলিশকে ৫০০ টাকা দেবো প্রাইজ হিসেবে। এই পুলিশ ৫০০ টাকা নিয়ে যা, ঘুষ দেবো ঘুষ!”
তবে সেখানেই শেষ নয়। এরপর চাকরিহারাদের আন্দোলনের জেরে গড়িয়াহাট কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দক্ষিণের অন্যতম ব্যস্ততম গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। রাস্তা অবরোধ করে চলতে থাকে স্লোগান। একজন আন্দোলনকারী রাস্তার মাঝে শুয়ে স্লোগান দিতে থাকেন।
এই ছবিই ধরা পড়ল বুধবারের বাংলায়। যাদের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর কথা ছিল, তাদের খেতে হল পুলিশের লাঠি এবং করতে হল অবরোধ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।