১৩ বছর পরে কলকাতায় সলমন খান, কালীঘাটের বাড়িতে গিয়ে মমতার সঙ্গে দেখা করবেন

১৩ বছর পরে কলকাতায় আসছেন সলমন খান। দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কালীঘাটের বাড়িতে যাবেন তিনি।

 

ঠিক ১৩ বছর পরে হুমকি মাথায় নিয়ে কলকাতায় আসছেন সলমন খান। এবার তিনি অবশ্যই দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতায় আসার আগেই সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। সলমনের আর্জিতে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও দেখা করার জন্য সময় দিয়েছিলেন। সূত্রের খবর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করতে যাবেন সলমন খান। শনিবার অর্থাৎ ১৩ মে সলমন খানের শো রয়েছে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে। সূত্রের খবর শোয়ের আগেই সলমন খান মমতার সঙ্গে দেখা করবেন।

শনিবার শো রয়েছে সলমন খানের। তার আগের দিন অর্থাৎ শুক্রবারই সলমন খান আসবেন কলকাতায়। ভাই শোহেল খানের ব্যানারে শো করবেন সলমন। ইতিমধ্যেই শোহেলের টিম কলকাতায় অনুষ্ঠান মঞ্চ থেকে শুরু করে সবকিছুই খতিয়ে দেখছে। অনুষ্ঠানে শলমন খানের সঙ্গে মঞ্চ শেয়াক করবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, গুরু রন্ধাওয়া।

Latest Videos

সূত্রের খবর, সলমন শোয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকে শোয়ার আগেই তাঁর সঙ্গে দেখা করার সময় দেন। সলমন খানও নির্ধারিত সময়েই মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। তবে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে বা কেন সলমন মমতার সঙ্গে দেখা করতে চেয়েছেন তা নিয়ে কেউ মুখ খেলোননি।

সূত্রের খবর সলমন পরপর প্রাণ নাশের হুমকি পেয়েছেন। আর সেই কারণেই তাঁর অনুষ্ঠান নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই অনু্ষ্ঠানের টিকিটের চাহিদাও তুঙ্গে। সবথেকে কাছের টিকিট বিক্রি হচ্ছে ৪০ হাজার টাকায়। সলমন খানের ছবির নাম অনুযায়ী কাউন্টার করে দর্শকদের জন্য জায়গা করা হচ্ছে। তবে কমদামি টিকিটে সলমনকে কিন্তু দেখতে হবে দাঁড়িয়ে। যাইহোক পুলিশ সূত্রের খবর সলমনের জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও সলমনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তার নিজের নিরাপত্তা রক্ষীরা সর্বদাই অভিনেতার সঙ্গে থাকে।

সলমন খান আপ কি আদালত নামে একটি চ্যাট শো-এ উপস্থিত হয়েছিলেন। সেথানেই হোস্ট রজত শর্মা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন সেটে মহিলাদের জন্য ডিপ নেকলাইন পোশাক নিষিদ্ধ কেন। পাশাপাশি রজত শর্মা সলমনের কাছে জানতে চেয়েছেন, কেন তিনি এখনও নারী ও পুরুষের মধ্যে বিভাজন করেন। কারণ সিনেমাতে প্রায়ই তাঁকে শার্ট খুলে ফেলতে দেখা যায়। উত্তরে সলমন খান বলেছিলেন, 'আপনি যখন একটি শালীন ফিল্ম তৈরি করেন তখন অনেক সময়ই সপরিবারের ছবিটি দেখতে যায়। স্যার এখানে কোনও দ্বৈত ভূমিকা বা দ্বৈত মানে নেই। আমি মনে করি মহিলাদের দেব মূল্যবান তারা দেহ যত বেশি ঢেকে রাখবে ততই ভাল।' এখানেই শেষ নয়, সলমন খান আরও বলেন, 'আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন বা আমার মা বা আমি এটি পছন্দ করি না। আমি চাই না তারা অপমান সহ্য করুক। '

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের