Rabindra Jayanti: কবিগুরুর জন্ম তিথি ও সময় জানতে চান অমিত শাহ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তথ্য পাঠানোর নির্দেশ

Published : May 09, 2023, 01:32 PM IST
amit shah in rabindra jayanti in kolkata

সংক্ষিপ্ত

২৫ বৈশাখে রবীন্দ্রনাথ সম্পর্কে নানা তথ্য জানতে চাইলেন শাহ। এমনকী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তিথি এবং জন্মের সময়ও জানতে চাইলেন তিনি।

রবীন্দ্রজয়ন্তীর দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৫ বৈশাখে রবীন্দ্রনাথ সম্পর্কে নানা তথ্য জানতে চাইলেন শাহ। এমনকী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তিথি এবং জন্মের সময়ও জানতে চাইলেন তিনি। কথা বললেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীর সঙ্গে। মঙ্গলবার সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে প্রথমে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেন শাহ। এরপর গোটা জোড়াসাঁকো ঘুরে দেখেন তিনি। কবিগুরুর জন্মকক্ষ এবং প্রয়াণকক্ষ, বিচিত্রা ভবন ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠাকুরবাড়ির নানা আসবাব থেকে শুরু করে নানা ছবির প্রতিও নজর যায় তাঁর। শাহের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী জানিয়েছেন,'জোড়াসাঁকো ঘুরতে ঘুরতে অমিত শাহ জানতে চান রবীন্দ্রনাথের জন্মের সময় এবং তিথি কী? দুর্ভাগ্যবসত সেই সময় আমাদের কাছে সেই তথ্য ছিল না। তাই জেনে ওঁকে বিষয়টি জানাতে বলেছেন।' এখানেই শেষ নয়, তিনি আরও জানান,'কবিগুরুর সঙ্গে বিচিত্রা ভবনে আইনস্টাইনের ছবি দেখে অমিত শাহ জানতে চান আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কোথায় দেখা হয়েছিল? রবি ঠাকুরের বংশলতিকাও দেখেন শাহ।'

৮ মে সোমবার রাতে কলকাতা পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সারাদিন একের পর এক কর্মসূচি শহরে। ৯ মে মঙ্গলবার সকাল ১০টায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছন অমিত শাহ। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দেন তিনি। এর পর দুপুর ১২টায় উত্তর ২৪ পরগনার আইসিপি পেট্রাপোলের উদ্দেশে রওনা হবেন শাহ। এখানে রতের স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে বিকেল সাড়ে ৪টে নাগাদ আসবেন কলকাতার সায়েন্স সিটিতে। সেখানেও রয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। বিকেল ৫টায় সায়েন্স সিটিতে ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।

 

 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর