এই কঠিন রোগে আক্রান্ত সন্দীপ ঘোষ, আদালতে সন্দীপের সুচিকিৎসার আর্জি, জেনে নিন কী হয়েছে তাঁর

আর জি কর দুর্নীতি মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের সুচিকিৎসার আবেদন জানানো হয়েছে। অস্টিয়োআর্থ্রাইটিসে আক্রান্ত সন্দীপ নিজেই একজন অর্থোপেডিক সার্জন ছিলেন। বিচারক জানান, প্রেসিডেন্সি সংশোধনাগারে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।
Sayanita Chakraborty | Published : Nov 5, 2024 7:52 AM IST
110

আরজি কর কাণ্ডের দীর্ঘদিন অতিক্রান্ত। তা সত্ত্বেও এখনও কোনও সুরাহা হয়নি। এখনও চলছে তদন্ত। চলছে আদালতের শুনানি। এবার আদালতের কাছে সন্দীপের সুচিকিৎসার আর্জি জানাল তারই আইনজীবী।

210

অস্টিয়োআর্থ্রাইটিস রোগে আক্রান্ত সন্দীপ ঘোষ। তিনি এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন তিনি। তিনি নিজেও একজন অর্থোপেডিক সার্জন ছিলেন। আইনজীবীদের একাংশের কথায় তিনি নিজেই এই রোগের চিকিৎসা করতে পারেন। জেল হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ দিয়ে তাঁর নিজের চিকিৎসা ব্যবস্থা করা উচিত।

310

এই আবেদনের প্রেক্ষিতে বিচারক বলেন, প্রেসিডেন্সি সংশোধনাগারে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে আমি শুনেছি।

410

সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দেহরক্ষী আশরফ আলি খান এবং জুনিয়র ডাক্তার আশিস পাণ্ডেকে আদালতে পেশ করা হয়।

510

বিপ্লব সিংহের জামিনের বিষয় তাঁর আইনজীবী বলেন, বিপ্লব সাধারণ ব্যবসায়ী। তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। তাঁর সব ব্যবসার বৈধ নথিপত্র আছে বলে জানান।

610

সিবিআই-র আইনজীবী বলেন, বিপ্লব সিংহের সংস্থা কোও অনলাইন টেন্ডারে যোগ দিত না। বিনা টেন্ডার সব কাজ করত। বিপুল আর্থিক দুর্নীতির হদিশ মিলেছে।… জামিন বলে তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ১৮ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

710

আশরফ আলির আইনজীবী বলেন, আশরফের পারিবারিক সদস্যদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ড আছে। ওই ব্যাঙ্কে কয়েকটি সংস্থার ভাড়া জমা পড়ে। ওই আমানত থেকে তাঁদের সংসার চলে। ব্ল্যাঙ্ক চেকে আশরফের সইয়ের জন্য অনুমতি চান।

810

বিচারক বলেন, কোনও ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষরের অনুমতি দেওয়া যায় না। পরবর্তী শুনানির দিন আমানতের কত টাকা আছে এবং কত টাকা প্রয়োজন বিস্তারিত জানতে চান।

910

সে যাই হোক, আপাতত চলছে তদন্ত। সংশোধনাগারে আছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঘটনার তদন্ত চলছে এখনও।

1010

সদ্য সন্দীপ ঘোষের চিকিৎসার জন্য বিশেষ দাবি জানিয়েছিলেন আইনজীবী। তিনি নিজেই চিকিৎসা করবেন বলে দাবি করেন। উত্তরে বিচারক বলেন, প্রেসিডেন্সি সংশোধনাগারে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে আমি শুনেছি।

Share this Photo Gallery
click me!

Latest Videos