সরকারি কর্মীদের ৭ গুণ ভাতা বাড়াল রাজ্য সরকার! বিশেষ বিজ্ঞপ্তি জারি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যত সময় গড়াচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে সেই আন্দোলনের। এরই মাঝে অন্য ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

Parna Sengupta | Published : Nov 3, 2024 12:13 PM / Updated: Nov 03 2024, 12:14 PM IST
110

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যত সময় গড়াচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে সেই আন্দোলনের।

210

এরই মাঝে অন্য ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। তবে সকলে নয়, রাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ এবার থেকে বর্ধিত হারে বিশেষ ভাতা পেতে চলেছেন।

310

জানিয়ে রাখি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষকদের জন্য ৫ থেকে ৭ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাতার ঘোষণা করা হয়েছে।

410

উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজারদের এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। একলাফে সাত গুন ভাতা বাড়ানো হয়েছে

510

ভাতা বৃদ্ধির বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘আজ থেকে দু’বছর আগেই মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজারদের ভাতা বাড়িয়েছিল। আমাদের কাছেও ভাতা বৃদ্ধির দাবি আসছিল।’ ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা যুক্ত থাকেন। তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।’ যোগ করেন তিনি।

610

রিপোর্ট অনুযায়ী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবছর থেকে ডিআই-রা ২ হাজার টাকা, জয়েন্ট কনভেনররা ২৫০০ টাকা, তার অধীনে থাকা ডিএসি-রা ১৫০০ টাকা করে ভাতা পাবেন।

710

ওদিকে পরীক্ষার ভেন্যুর দায়িত্বে থাকা কাউন্সিল নমিনি ৬০০ টাকা, সেন্টার ইনচার্জ ও ভেন্যু সুপারভাইজাররা ১৫০০ টাকা করে পাবেন। প্রশ্ন দেখভালের দায়িত্বে যারা থাকবেন তারা পাবেন ৭০০ টাকা।

810

উল্লেখ্য, আগে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ইনচার্জরা ভাতা বাবদ ৩০০ টাকা পেতেন।

910

সেন্টার সেক্রেটারিরা ৩০০ টাকা এবং ভেন্যু সুপারভাইজারদের ১৫০ টাকা করে ভাতা পেতেন।

1010

তবে এবার একধাক্কায় অনেকটাই বাড়ানো হল ভাতা। রিপোর্ট অনুযায়ী এই ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৮০ লাখ টাকা খরচ হতে চলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos