পলিগ্রাফ পরীক্ষার পর এবার সন্দীপের নার্কো পরীক্ষা? সুদূর গুজরাটে নিয়ে যেতে চায় সিবিআই

Published : Sep 20, 2024, 04:23 PM IST
Beat Sandeep Ghosh eight day CBI custody of Alipore court bsm

সংক্ষিপ্ত

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করা হয় আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণকাণ্ডে। 

পলিগ্রাফ পরীক্ষা হয়েছে। এবার সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষা করাতে চাইছে সিবিআই। তেমনই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। যদির এর আগে সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস টেস্টের আবেদন জানান হয়েছিল। কিন্তু পত্রপাঠ সেই সেই আবেদন খারিজ করে দিয়েছিল শিয়ালদহ আদালত। তবে এবার সিবিআই সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষার জন্য শিয়ালদহ আদালতে আবেজন জানাতে পারে। সূত্রের বর এই রাজ্য নয়, গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপোর নার্কো পরীক্ষা করা হতে পারে।

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করা হয় আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণকাণ্ডে। যদিও সিবিআই কর্তাদের অনুমান সন্দীপ সরাসরি চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। তবে প্রমাণ লোপাট বা অন্য কোনও ক্ষেত্রে তাঁর ভূমিকা থাকতে পারে। সেই কারণে তদন্তের সঠিক দিশা পেতেই সন্দীপের নার্কো পরীক্ষা করার তোড়জোড় শুরু করেছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, দিল্লির সিএফএসএল (সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি)-এর রিপোর্টে তাঁর কিছু কিছু বয়ান 'বিভ্রান্তিকর' বলে উল্লেখ করা হয়েছে। সে কারণে, তাঁর কিছু বক্তব্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁরা আরও মনে করছেন, এই অপরাধের নেপথ্যে বড় 'ষড়যন্ত্র' থাকতে পারে। সেই ষড়যন্ত্রে সন্দীপ সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে। তবে তদন্তে সন্দীপ পুরোপুরি সহযোগিতা করছে না বলেও সূত্রের খবর। সূত্রের খবর, সেইসব কারণেই সন্দীপের পলিগ্রাফ পরীক্ষার পর এবার নার্কো পরীক্ষা করাতে চাইছে সিবিআই। এই নিয়ে আদালতে আবেদন করবে তারা।

ইতিমধ্যেই সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ। প্রেসক্রিপশনও লিখতে পারবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী