বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে! ডিএনএ রিপোর্টে মিলল সঞ্জয়ের নমুনা, খুনের পেছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। ঘটনার অভিঘাতে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় ধৃত সঞ্জয় রায় এখন জেলে।
Parna Sengupta | Published : Sep 1, 2024 2:39 AM IST / Updated: Sep 01 2024, 08:10 AM IST
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ। ময়না তদন্তের রিপোর্ট স্পষ্ট করে বলা হয়েছে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে।
আরজি কর ঘটনার প্রথম থেকেই গোটা দেশে শুরু হয় প্রতিবাদের ঝড়। সারা রাজ্য তোলপাড় হয়ে যায় এই ঘটনার ধাক্কায়।
আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআইয়ের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ডিএনএ রিপোর্ট।
প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নির্যাতিতার দেহ থেকে প্রাপ্ত নমুনার সাথে সঞ্জয় রায়ের ডিএনএ মিলেছে, যা ইঙ্গিত দেয় যে সঞ্জয় রায়ই একমাত্র ধর্ষক।
তবে, খুনের ঘটনায় আরও গভীর ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রিপোর্ট অনুযায়ী, সঞ্জয় রায়ের ডিএনএ নির্যাতিতার দেহে পাওয়া নমুনার সাথে মেলে। তবে খুনের পরিসরে সিবিআই আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
সিবিআইয়ের দাবি, পুলিশ ১৩ অগস্ট নমুনাগুলি কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে পাঠিয়েছিল, এবং সেখান থেকে রিপোর্ট পাওয়া গেছে।
নির্যাতিতার দেহের পাশে পাওয়া ছেঁড়া ডায়েরির পাতাগুলি খুনের উদ্দেশ্য সম্পর্কে নতুন প্রশ্ন তুলছে। ডায়েরির পাতায় কাটাকুটি ও একটি পাতায় লেখা ‘আমি গোল্ডমেডেলিস্ট হতে চাই’-এসব সিবিআইকে সন্দেহের দিকে পরিচালিত করছে যে এটি একটি পরিকল্পিত খুন হতে পারে।
সিবিআই মনে করছে, খুনের ঘটনাটি হয়ত কোনও ব্যক্তিগত আক্রোশের ফল, এবং ঘটনাস্থলে খুনির পরিচিত কেউ জড়িত থাকতে পারে।