জেলে ক্যারম খেলে সময় কাটাল! শাস্তি ঘোষণার আগে 'টেনশন-ফ্রি' সঞ্জয় রায়

Published : Jan 20, 2025, 12:45 PM ISTUpdated : Jan 20, 2025, 12:56 PM IST
Sanjay Roy convicted

সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার শিয়ালদা আদালতে তার শাস্তি ঘোষণা করা হবে।

শিয়ালদা আদালতের রায়ে আগেই দোষী সাব্যস্ত হয়েছে। এবার শাস্তি পেতে চলেছে সঞ্জয় রায়। সোমবার শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস শাস্তি ঘোষণা করবেন। মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কারাদণ্ড, সেদিকে তাকিয়ে সারা দেশ। তবে আইনি লড়াইয়ে আপাতত হেরে গেলেও, সঞ্জয়ের মধ্যে অনুতাপ বা স্নায়ুর চাপ দেখা যাচ্ছে না। প্রেসিডেন্সি সংশোধনাগারে আছে আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, দোষী সাব্যস্ত হওয়ার কথা জানতে পেরে কিছুটা মনমরা হয়েছিল সঞ্জয়। সেই রাতে সে কিছু খায়নি। তবে রবিবার রাতে তার সেই মনমরা ভাব উধাও হয়ে যায়। সে অন্যান্য দিনের মতোই ছিল। সংশোধনাগারে অন্যান্য বন্দিদের সঙ্গে ক্যারম খেলে সঞ্জয়।

ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সঞ্জয়?

শনিবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় রায় ঘোষণার সময় শিয়ালদা আদালতে ছিল সঞ্জয়। সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। কলকাতা পুলিশের এই সিভিক ভলান্টিয়ার প্রথম থেকেই দাবি করে আসছে, তাকে ফাঁসানো হচ্ছে। শনিবারও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। সে নিজেকে ধার্মিক বলেও দাবি করে। গলায় রুদ্রাক্ষের মালা থাকার কথা উল্লেখ করে সঞ্জয় দাবি করে, ‘রুদ্রাক্ষের মালা পরে এই অপরাধ করব? আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছু করিনি। করলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত।’ তবে আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর সংশোধনাগারে প্রার্থনা করতে দেখা যায়নি সঞ্জয়কে।

ফাঁসি হবে সঞ্জয়ের?

ভারতীয় ন্যায় সংহিতার ৬৮, ৬৬ এবং ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়। সোমবার তার সাজা ঘোষণা করা হবে। ন্যূনতম সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। শিয়ালদা আদালতের দিকে তাকিয়ে সারা দেশ। শাস্তি ঘোষণার আগে শিয়ালদা আদালতের বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন? কী জানালেন আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়ের দিদি

বাবা ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিলেন, সঞ্জয়ের শাস্তির আগে কী বলছেন নাটা মল্লিকের ছেলে?

PREV
click me!

Recommended Stories

Today live News: 8th Pay Coommission - অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট