সরস্বতী পুজোয় চাহিদা তুঙ্গে ফুলের, কত দামে বিকোচ্ছে কোন ফুল? জানুন

প্রতি গোলাপ পিছু দাম পড়ছে ১০টাকা। তবে চাহিসদার তুলনায় আমদানি কম পদ্মের। প্রায় ৩০-৪০ টাকা করে বিকোচ্ছে পদ্ম।

সরস্বতী পুজো মানেই পলাশ ফুল। প্রত্যেক বছরের মতো এবছরও তুঙ্গে পৌঁছেছে চাহিদা। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুলের দামও। একে সরস্বতী পুজো তারওপর আবার সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই পদ্ম, পলাশের পাশাপাশি বাড়ছে নানা রং-এর গোলাপের দামও। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তাই ২৫ তারিখ থেকেই বাড়ছে গোলাপের চাহিদা। তবে সেই তুলনায় বিশেষ দাম বাড়েনি লাল গোলাপের। প্রতি গোলাপ পিছু দাম পড়ছে ১০টাকা। তবে চাহিসদার তুলনায় আমদানি কম পদ্মের। প্রায় ৩০-৪০ টাকা করে বিকোচ্ছে পদ্ম।

ফুল বিক্রেতাদের দাবি রাত বাড়লেই আরও জমে উঠবে বাজার। তবে সকালে পুজো হওয়ায় ওই দিন সকালে বিশেষ চাহিদা থাকে না ফুলের। তবে এই বছর বিশেষ আগুন দাম হয়নি ফুলের। প্রতি বছরের মতই সামান্য বেশি থাকলেও খুব বেশি চড়া হয়নি ফুলের দাম। গাঁদার মালা যেখানে এমনি দিনে ৩০ টাকায় বিক্রি হয়, সেখানে আজকে দাম চড়েছে ৩৫-৪০ টাকায়। ছোটা মালার দাম এমনি দিনে থাকে ৫ থেকে ৬ টাকা। আজ সেই মালা বিক্রি হচ্ছে ৭-৮ টাকায়। যবের শীশ বিক্রি হচ্ছে ৮ টাকা পিসে। তবে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News