সরস্বতী পুজোয় চাহিদা তুঙ্গে ফুলের, কত দামে বিকোচ্ছে কোন ফুল? জানুন

Published : Jan 25, 2023, 08:14 PM IST
puja

সংক্ষিপ্ত

প্রতি গোলাপ পিছু দাম পড়ছে ১০টাকা। তবে চাহিসদার তুলনায় আমদানি কম পদ্মের। প্রায় ৩০-৪০ টাকা করে বিকোচ্ছে পদ্ম।

সরস্বতী পুজো মানেই পলাশ ফুল। প্রত্যেক বছরের মতো এবছরও তুঙ্গে পৌঁছেছে চাহিদা। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুলের দামও। একে সরস্বতী পুজো তারওপর আবার সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই পদ্ম, পলাশের পাশাপাশি বাড়ছে নানা রং-এর গোলাপের দামও। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তাই ২৫ তারিখ থেকেই বাড়ছে গোলাপের চাহিদা। তবে সেই তুলনায় বিশেষ দাম বাড়েনি লাল গোলাপের। প্রতি গোলাপ পিছু দাম পড়ছে ১০টাকা। তবে চাহিসদার তুলনায় আমদানি কম পদ্মের। প্রায় ৩০-৪০ টাকা করে বিকোচ্ছে পদ্ম।

ফুল বিক্রেতাদের দাবি রাত বাড়লেই আরও জমে উঠবে বাজার। তবে সকালে পুজো হওয়ায় ওই দিন সকালে বিশেষ চাহিদা থাকে না ফুলের। তবে এই বছর বিশেষ আগুন দাম হয়নি ফুলের। প্রতি বছরের মতই সামান্য বেশি থাকলেও খুব বেশি চড়া হয়নি ফুলের দাম। গাঁদার মালা যেখানে এমনি দিনে ৩০ টাকায় বিক্রি হয়, সেখানে আজকে দাম চড়েছে ৩৫-৪০ টাকায়। ছোটা মালার দাম এমনি দিনে থাকে ৫ থেকে ৬ টাকা। আজ সেই মালা বিক্রি হচ্ছে ৭-৮ টাকায়। যবের শীশ বিক্রি হচ্ছে ৮ টাকা পিসে। তবে।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI