কোর্টের নজরদারিতেই হোক SIR, জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে

Saborni Mitra   | ANI
Published : Oct 31, 2025, 12:34 PM IST
Lawyer sends contempt of court notice to CM Mamata Banerjee for those  comment on ssc case

সংক্ষিপ্ত

SIR নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। মামলাকারী SIRএর সময়সীমা বাড়ানোর পাশাপাশি আদালতের নজরদারিতেই SIR করার আবেদন জানিয়েছেন। কেন SIR-এর প্রয়োজন হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট। 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতেই হোক SIR, শুক্রবার তেমনই আবেদন জমা পডডল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার আনুমতি দিয়েছে। ডিভিশন বেঞ্চের অনুমতি পাওয়ায় আজই মামলা দায়ের করা হবে। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে শুনানি।

SIR নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। মামলাকারী SIRএর সময়সীমা বাড়ানোর পাশাপাশি আদালতের নজরদারিতেই SIR করার আবেদন জানিয়েছেন। কেন SIR-এর প্রয়োজন হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ২০০২ সলালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আর্জিও জানিয়েছেন মামলাকারী। এই প্রসঙ্গে বলে রাখা ভাল ২০০২ সালে এই রাজ্যে শেষবারের মত SIR হয়েছে। তাই এবার SIR-এর জন্য ২০০২ সালের ভোটার তালিকাকে প্রাধান্য দিচ্ছে নির্বাচন কমিশন।

গত ২৭ অক্টোবর পশ্চমবঙ্গ-সহ জদেশের ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে SIR-এর হবে বলে ঘোষণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।SIR প্রক্রিয়া শুরু নিয়ে নির্বাচন কমিশন বলেছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। মঙ্গলবার থেকে এনুমেরেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি দিয়ে এনুমেশেন ফর্ম দেওয়া হবে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত তা খতিয়ে দেখার কাজ চলবে। চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন জানিয়েছে ২০০৩ সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের কোনও কাগজ দেখাতে হবে না। কারও নিজের নাম না থাকলে যদি বাবা ও মায়ের নাম থাকলে তাহলে তাদেরও কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে ম্যাচিং ভোটাররা নিজেরাই সংগ্রহ করতে পারবে। রাজ্যের বাইরে যারা রয়েছেন তাদের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার ব্যবস্থা রয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা