Viral Post: দেখুন কী লিখলেন সৌরভের বৌদি ,স্বামীর দ্বিতীয় বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় প্রাক্তনীর

Published : Jul 27, 2024, 10:04 AM IST
Sourav Gangulys brother snehasish ganguly second marriage ex wifes social media post goes viral bsm

সংক্ষিপ্ত

ইনস্টাগ্রাম পোস্টে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'একজন ভালো বাবা কখনোই তাঁর সন্তানের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। কথা শেষ।' 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ের পিঁড়েত বসেছেন। যদিও প্রথামেনে সাতপাকে ঘিরে বিয়ে নয়, খাতায় কলমে সই করেই স্ত্রীর মর্যাদা দিয়েছেন দীর্ঘ দিনের বান্ধবী অর্পিতা অর্পিতা চট্টোপাধ্য়ায়কে। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে যথেষ্টই সরব প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। যদিও সরাসরি প্রাক্তন স্বামী স্নেহাশিসকে কিছুই বলেননি তিনি। কিন্তু তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট রীতিমত ঝড় তুলেছে। ওয়াকিবহাল মহলের ধারনা মোমের টার্গেট তাঁর স্বামী।

ইনস্টাগ্রাম পোস্টে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'একজন ভালো বাবা কখনোই তাঁর সন্তানের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। কথা শেষ।' আরেকটি স্টোরিতে লেখেন, 'আমি মানুষকে শিক্ষা দিতে সরে যাই না। আমি সরে যাই কারণ, আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি তোমার অনুপস্থিতিতে জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারব, তোমাকে ধরে রাখার জন্য নিজেকে কোনও গণ্ডিতে আটকে রাখতে পারব না।'আরও একটি ইনস্টা স্টোরিতে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন,,'একজন পুরুষের সবথেকে বড় ভুল হল এমন একজন নারীকে ঠকানো, যে তার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছে। পাশে দাঁড়িয়েছে তখন, যখন জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।' স্বামীর দ্বিতীয় বিয়ের পরে মোমের করা তিনটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঝড় তুলেছে।

খাতায় কলমে অর্পিতার সঙ্গে বিয়ে করেছেন স্নেহাশিস। কিন্তু রিসেপশন আগামী ৭ অগাস্ট। তবে বিয়ের অনুষ্ঠানে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা ছিলেন না। স্নেহাশিসের মেয়ে স্নেহাও আসেননি বাবার বিয়েতে। পরিবার সূত্রের খবর তিনি তাঁর পড়াশুনা নিয়ে ব্যস্ত সুদূর আমেরিকায়। যদিও দাদার দ্বিতীয় বিয়ের রিসেপশনে উপস্থিত থাকার কথা রয়েছে সৌরভ ও ডোনার। তবে স্নেহাশিসের বিয়ে নিয়ে যে কিছুটা হলেও জলঘোলা হচ্ছে গঙ্গোপাধ্যায় পরিবারে তা আর বলার অপেক্ষা রাখে না।

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ