
বাংলাদেশ থেকে বেআইনিভাবে নাবালিকাদের নিয়ে এসে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকার বিনিময়ে দালালদের হাতে তুলে দেওয়া হচ্ছে নাবালিকাদের। এরপর তাদের মধুচক্রে কাজে লাগানো হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকেও নাবালিকাদের কর্মসংস্থানের টোপ দিয়ে শহরে নিয়ে এসে পাচার করে দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলির পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও নাবালিকাদের নিয়ে এসে মধুচক্রে ব্যবহার করা হচ্ছে। কাজের টোপ দিয়ে বা প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাদের শহরে নিয়ে এসে পাচার করে দেওয়ার ঘটনা নতুন নয়। এখনও সেই একই পদ্ধতিতে নাবালিকাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে পাচার করে দেওয়া হচ্ছে।
পাচার হওয়া নাবালিকাদের উদ্ধার কলকাতা পুলিশের
কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট সম্প্রতি কয়েকজন পাচার হয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করেছে। তাদের মধ্যে বাংলাদেশ, সুন্দরবন, উত্তরবঙ্গের মেয়ে আছে। উদ্ধার হওয়া নাবালিকাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের পরিবারের লোকজনই টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে মেয়েকে তুলে দিয়েছে। বসিরহাট, বনগাঁ, ক্যানিং, কাকদ্বীপ, সুন্দরবন, উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশ থেকে কিশোরীদের নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হচ্ছে।
কৌশল বদল যৌন ব্যবসায়ীদের
কলকাতায় দেহব্যবসার একাধিক নির্দিষ্ট জায়গা আছে। সেখানে নাবালিকাদের নিয়ে গেলে সমস্যা হতে পারে বলে কৌশল বদল করেছে পাচারকারীরা। পুলিশের নজদরদারি এড়াতে বিভিন্ন জায়গায় ফ্ল্যাটে নিয়ে গিয়ে নাবালিকাদের রাখা হচ্ছে। এরপর তাদের দিয়ে জোর করে দেহব্যবসা করানো হচ্ছে। এই পাচারকারীদের ঘাঁটি জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। পাচার হয়ে যাওয়া নাবালিকাদের উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাচারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ফের কলকাতার বুকে স্পা-র নামে মধুচক্র, যৌন নিগ্রহের অভিযোগ তুলে পুলিশকে জানাল তরুণী
স্পা-র আড়ালে মধুচক্র, এসটিএফের অভিযানে গ্রেফতার অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্য়ায়
স্বেচ্ছাসেবী সংস্থার নামের আড়ালে মধুচক্র, গ্রেফতার ১