এ বছর দুর্গাপুজো মাটি করবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি? মন খারাপ করে দিতে পারে এই পূর্বাভাস

Published : Aug 31, 2025, 02:14 PM IST

সকাল থেকে পুজোর আমেজ নিয়ে ঝলমলে রোদ ছিল জেলায় জেলায়। আকাশে আগমনী সুর বাজিয়ে পেঁজা তুলোর মত মেঘও ছিল। এই সুরের রেশ কি থাকবে পুজো পর্যন্ত! নাকি বৃষ্টি অসুর বাদ সাধবে সব আনন্দে! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

PREV
16

আবহাওয়া দফতর সূত্রে খবর, সেই নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে। অন্যদিকে পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে এখনও মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। শুক্রবার পর্যন্ত না যেতে বলা হচ্ছে।

26

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে থাকবে মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি থাকবে।

36

এদিকে, একটানা বৃষ্টি হয়ে চলেছে গত দু’মাসের বেশি সময় ধরে। তার মধ্যে হাজির নিম্নচাপ। তার প্রভাবে বৃষ্টি কখনও ভারী, কখনও হালকা বা মাঝারি। তবে একটানা মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জেরে সমস্যায় পড়েছেন কুমোরটুলির শিল্পীরা। মাটির প্রতিমা শুকনো হচ্ছে না। গ্যাস গান দিয়ে মাটি শুকনো করা হচ্ছে। এছাড়া কাঠ কয়লা পুড়িয়েও চলছে মাটি শুকনোর কাজ

46

পুজোর বাজার চলছে জোরকদমে। তবে সেই বাজারে বাদ সাধছে হঠাৎ হঠাৎ বৃষ্টি। সেই বৃষ্টির রেশ কি চলবে পুজো পর্যন্ত! বৃষ্টি অসুর বাদ সাধবে সব আনন্দে! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

56

অফিসে পুজোর ছুটি নিয়েও মনখারাপ হতে পারে সবার। পুজোর আগে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর কদিন বৃষ্টি পূর্বাভাস থাকছে।

66

মহা পঞ্চমী থেকে বৃষ্টির দেখা সেভাবে না থাকলেও বৃষ্টি ভোগাবে নবমী ও বিজয়া দশমীতে বলে মনে করছে আলিপুর। আবহাওয়া দফতর জানিয়েছে অষ্টমীর বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories