'আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে', অ-যোগ্যদের তালিকা প্রকাশ হতেই তৃণমূলকে কটাক্ষ দিলীপের

Published : Aug 31, 2025, 08:48 AM IST

Dilip Ghosh News: সুপ্রিম নির্দেশ মেনেই শনিবার রাতেই প্রকাশিত হয়েছে অ-যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নাম। আর এবার এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের শাসক শিবিরকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
যোগ্য-অযোগ্য ইস্যুতে সরব দিলীপ ঘোষ

সেপ্টেম্বরেই এসএসসি-র পরীক্ষা। তার আগেই ফের যোগ্য অযোগ্য ইস্যুকে ফুঁসে উঠলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’এই যে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার কৌশল চলছে, এতে যোগ্যরা মার খাচ্ছেন। দুজন অযোগ্যও যদি ঢুকে পড়ে এবং পরীক্ষায় বসে তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যোগ্যরা এতদিন ধরে চর্চার বাইরে থেকেও ফের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছেন। আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। কোনও নিয়ম নীতি না মেনে পয়সা তোলার জন্য অনৈতিক কাজ করে। মানুষ কোর্টে চলে যায়। কোর্ট কানমলা দেয়। কোনও একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা সরকার কীভাবে চলতে পারে দেখে আশ্চর্য লাগে।''

25
সিবিআই স্ক্যানারে অতীন ঘোষ, তোপ দিলীপের

আর জি কর হাসপাতালের কোটি কোটি টাকার দুর্নীতিতে সিবিআই স্ক্যানের কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘’সেইসময় সামনে এসেছিল। সেগুলো প্রমাণ করা যায়নি। দুর্নীতির সঙ্গে ওই দুর্ঘটনা জড়িত। দুর্নীতির তদন্ত সঠিক পথে এগোলে ধর্ষণ হত্যার তদন্ত সঠিক পথে এগোবে।'' 

35
মহুয়া মৈত্র বিতর্কে দিলীপ ঘোষের মন্তব্য

দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কুরুচিপূর্ণ আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সেই ইস্যুতে কৃষ্ণনগরের সাংসদকে তুলোধনা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, ‘’উনি কি সেটা আমাদের আর সার্টিফিকেট দিতে হবে না। উনি মাঝেমাঝে সাসপেন্ড হন। পার্লামেন্ট থেকে সদস্যপদ চলে গেছিল। দলের নেতা কল্যাণ ব্যানার্জি ওনাকে নিয়ে যা তা বলেছেন। এলাকার মানুষ তার সম্পর্কে যা বলে। ওর সম্পর্কে বেশি না বলাই ভালো।'' 

45
SIR হবেনা। দাবি অরূপ বিশ্বাসের?

এই বিষয়ে প্রাক্তন বিজেপি সাংসদ আরও বলেন, ‘’অরূপ বলুন স্বরূপ বলুন মুখার্জি বলুন ব্যানার্জি বলুন, যখন SIR হওয়ার তখন হবেই। কেউ আটকাতে পারবে না। কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা করবেই। পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয়। পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়। সংবিধানের অধীনে আছে পশ্চিমবঙ্গ।'' 

55
প্রদেশ কংগ্রেস অফিসে তান্ডব ইস্যুতে মুখ খুললেন দিলীপ

শুক্রবার কলকাতায় কংগ্রেসের প্রদেশ অফিসে বিজেপির তাণ্ডব নিয়ে  মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, ‘’গোলমাল চলছে। ভোট আসছে তো। কোনও একটা পার্টিকে দাগিয়ে দেওয়া উচিত নয়। পুলিশের আরও সতর্ক হওয়া উচিৎ। কংগ্রেসকে হাইলাইট করার কোনও প্রয়োজন বিজেপির নেই। আর করেই বা কী লাভ? স্যালাইন যতই দাও কংগ্রেস উঠে দাঁড়াতে পারবে না।'' 

Read more Photos on
click me!

Recommended Stories