আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভাবনীপুরে আবার শুভেন্দু অধিকারী। বারবার তাঁর ভবানীপুর যাত্রা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ অনেকেই বলতে শুরু করেছেন এবার শুভেন্দু প্রার্থী হবে এই কেন্দ্রে।
আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভাবনীপুরে আবার শুভেন্দু অধিকারী। বারবার তাঁর ভবানীপুর যাত্রা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ অনেকেই বলতে শুরু করেছেন এবার শুভেন্দু প্রার্থী হবে এই কেন্দ্রে।
210
আগামী বছর বিধানসভা নির্বাচন
আগামী বছর ২০২৫ সালে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলে জল্পনা আগামী বছর হটসিট হবে ভবানীপুর কেন্দ্র। কারণ এই কেন্দ্রে শুভেন্দু লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
310
নন্দীগ্রামের পর এবার ভবানীপুর
রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে নন্দীগ্রাম দেখেছিল রাজ্যের দুই মহারথীর লড়াই। আগামী দিনে সেই লড়াই দেখতে পারে ভবানীপুর।
410
মন কি বাত অনুষ্ঠান
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেই সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু।
510
বারবার ভবানীপুর
মাঝেমাঝেই শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দেখা যায়। কয়েক দিন আগে দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবদে ভবানীপুরে মিছিল করে বিজেপি। প্রথম সারিতেই ছিলেন শুভেন্দু।
610
ভাবনীপুরে প্রার্থীর জল্পনা
ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন কিনা তা নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন তিনি নিজেই। শুভেন্দু বলেছিলেন, নন্দীগ্রামের থেকে ভাবনীপুরে জেত অনেক সহজ । কারণ এই এলাকায় অবাঙালি ভোটারের সংখ্যা অনেক বেশি।
710
ভবানীপুরে শুভেন্দুর কর্মসূচি
বর্তমানে ভবানীপুরে যাতায়াত বেড়েছে শুভেন্দু অধিকরীর। একটা সময় নিজের কেন্দ্র নন্দীগ্রামেই বেশি কর্মসূচি রাখতেন তিনি। এখন গন্তব্য ভবানীপুর। তাই ভবানীপুরে শুভেন্দুর প্রার্থী হওয়ার জল্পনা দিনে দিনে বাড়ছে।
810
শুভেন্দু-মমতা দ্বৈরথ
গতবার বিধানসভায় শুভেন্দু নিজের গড় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মাত্র হাজার দুয়েক ভোটে হারিয়েছিলেন। তাও তাঁর জেতা নিয়ে মামলা চলছে। এই অবস্থায় বিরোধী দল নেতা কি ভবানীপুরে দাঁড়ানোর সাহস দেখাবেন? উঠছে প্রশ্ন।
910
শুভেন্দুর বার্তা
জেতর বিষয় নিয়ে আশাবাদী শুভেন্দু। তা তাঁর কথা থেকেই বোঝা যায়। কারণ তিনি বলেছিলেন, 'আমার কাছে নন্দীগ্রামের থেকেও ভবানীপুর আমার কাছে খুব সহজ।'
1010
তৃণমূলের বক্তব্য
তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন , মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়ান না কেন সেটাই তাঁর জন্য হট সিট। শুভেন্দুবাবু ভাবুন কোথায় দাঁড়াবেন।