
রাতের বেলায় কর্মরত মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল । এই ক্ষেত্রে সরকারি হোক বা বেসরকারি যেকোন ক্ষেত্রে কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চত করার কথা বলা হয়েছে। মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য একটি টিম গঠন করতে বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে। যেসব মহিলাদের রাতে কাজে বের হতে হয় বিশেষ করে তাদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর স্বরাষ্ট্র দফতরের ওই ‘টিম’ একটি খসড়া নোটিস তৈরি করবে । সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে।
প্রসঙ্গত, কর্মরত মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।মামলাকারী সেখানে জানিয়েছিলেন, দিন রাত ২৪ ঘণ্টা ধরে কাজ চলে বহু বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায়। আর তাই সেসব সংস্থার মহিলা কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা জরুরী। এ বিষয়ে মামলাকারী রাজ্য সরকারের হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে ‘রাত্রিসাথী’ প্রকল্পের কথা রাজ্যের তরফ থেকে বলা হয় আদালতে। তারা জানায়, এর মাধ্যমে রাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। নাগরিকদের পর্যাপ্ত সুরক্ষা দিতে শহরের বিভিন্ন এলাকার অলিতে গলিতে পুলিশ মোতায়েন থাকে সারা রাত । এর পরেও মামলাকারী যদি অতিরিক্ত কোনও নিরাপত্তার বিষয় জানান তবে তা সরকারকে জানাতে হবে লিখিত ভাবে । সেটা বিবেচনা করে দেখবে সরকার ।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ জানায়, সরকারি ওই প্রকল্প ছাড়াও রাতে মহিলাদের জন্য প্রয়োজন আছে নিরাপত্তার । আর তাই আদালত নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি টিম গঠন করার । যে টিমের সদস্যেরা খতিয়ে দেখবেন, কোথায় কী ধরনের নিরাপত্তার বন্দোবস্ত আছে, কোথায় আরও প্রয়োজন নিরাপত্তার বেষ্টনিকে আঁটোসাঁটো করার , কোথায় কোন খামতি রয়েছে কিনা। সব দিক ভালো করে খতিয়ে দেখে তবেই স্বরাষ্ট্র দফতরের ওই টিম তৈরি করবে একটি খসড়া নোটিস। এরপর তা পাঠিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। তিনি বিষয়টি পর্যালোচনা করে তবেই কর্মরত মহিলাদের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।