মা ও মেয়ে জুটি, বন্ধুদের দল, শাশুড়ি ও পুত্রবধূর জুটি, পরিবারের সদস্যদের দল, তিন প্রজন্মের মহিলা মা, মেয়ে, নাতনিকে আজ রবিবার সকালে নিজেদের মত করে নিজেরা উপভোগ করলেন। তাঁদের এই আনন্দ আগামী দিনে আরও মহিলাদের শাড়ি পরেই ফিটনেসের ওপর জোর দিতে প্রভাবিত করবে।