Cyber Crime: কল সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল ব্যবসা, পুলিশি অভিযানে পর্দাফাঁস ধৃত ৩

সংক্ষিপ্ত

Cyber Crime in Kolkata: শহর কলকাতায় ফের কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র (Cyber Crime News) চালানোর অভিযোগ। জানা গিয়েছে, নির্দিষ্ট সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেক্টর ফাইভে অভিযান চালায় পুলিশ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…        

Cyber Crime in Kolkata: শহর কলকাতায় ফের কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র (Cyber Crime News) চালানোর অভিযোগ। জানা গিয়েছে, নির্দিষ্ট সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে মঙ্গলবার রাতে অভিযান চালায় বিধাননগর পুলিশ (West Bengal Crime News)। কল সেন্টারের অফিস থেকে নগদ ৬০ লক্ষ টাকা এবং কল সেন্টারের মালিক অবিনাশ জয়সোয়াল ওরফে পীযুষের বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। এছাড়া মোবাইল, ল্যাপটপ ইত্যাদি উদ্ধার হয়। অবিনাশ জয়সোয়াল ওরফে পীযূষ সহ আরও দুজনকে বুধবার আদালতে পেশ করা হয় (West Bengal News) 

সূত্রের খবর, সেক্টর ফাইভের অবৈধ ওই কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন সংস্থার কাছে ফোন করা হত। জানা গিয়েছে, তাঁদেরকে কল করে ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হত। শুধু তাই নয়, উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া পরই ফোনের অপর প্রান্তের কাছ থেকে মোটা টাকা হাতানো হত। দীর্ঘদিন ধরেই চলছিল এই অবৈধ কার্যকলাপ। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশি অভিযানে ওই কলসেন্টারের মালিক সহ আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ (Crime News)।

Latest Videos

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট মাগুরপুকুর এলাকা থেকে প্রচুর টাকার মাদক বাজেয়াপ্ত করেছে মগরাহাট থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল যে, ওড়িশা থেকে একটি চারচাকার ম্যাটাডোর করে মাদক পাচার হচ্ছে। মগরাহাট থানার পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নেতৃত্বে মাগুর পুকুর এলাকা থেকে ওই গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হয় প্রায় দুই কুইন্টাল মাদক। ঘটনায় গাড়ির মধ্যে থাকা একজনকে আটক করা হয়েছে। মাদক দ্রব্যগুলি কোথা থেকে কোথায় পাচারের চেষ্টা করা হচ্ছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ (West Bengal Police) । 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill