বাংলাতেই গড়ে উঠবে বিশ্বমানের ফুটবল প্রশিক্ষণ ক্লাব, ম্যানসিটির সঙ্গে 'MOU' চুক্তি নিয়ে অকপট মমতা

সংক্ষিপ্ত

মঙ্গলবার বিলেতে মোট তিনটি শিল্প বৈঠকে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। সেখানের এক আলোচনাসভায় তিনি ঘোষণা করেন যে, ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব টেকনো ইন্ডিয়ার সঙ্গে একটি মউ (MoU) স্বাক্ষর করেছে। জানুন বিস্তারিত…   

লন্ডন: বিলেতের মাটিতে বাংলার সাফল্য গাঁথা। লন্ডন সফরে গিয়ে বাংলার মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে মউ স্বাক্ষরের (Mou Signed) কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় গড়ে উঠবে স্পোর্টস স্কুল (Sports School West Bengal)। নিজেই একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিলেতে মোট তিনটি শিল্প বৈঠকে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানের এক আলোচনাসভায়  তিনি ঘোষণা করেন যে, ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব টেকনো ইন্ডিয়ার সঙ্গে একটি মউ (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বাংলায় একটি স্পোর্টস স্কুল প্রতিষ্ঠিত হবে।

Latest Videos

আরও জানা গিয়েছে, টেকনো ইন্ডিয়ার (Techno India) সঙ্গে যৌথভাবে একটি ফুটবল স্কুল খুলবে ম্যানসিটি। ওই স্কুলটি হবে কলকাতায়। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা ওই স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো এবং প্রথম সারির প্রশিক্ষকদের কাছ থেকে খেলা শেখার সুযোগ পাবে। এটাই ভারতের প্রথম ফুটবল স্কুল। দক্ষিণ এশিয়ায় ম্যাঞ্চেস্টার সিটিরও প্রথম পদক্ষেপ বলে এদিনের বাণিজ্য সম্মেলনের বৈঠক থেকে ঘোষণা করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।

সূত্রের খবর, মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে ম্যাঞ্চেস্টার সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়। টেকনো ইন্ডিয়ার তরফে উপস্থিত ছিলেন সত্যম রায়চৌধুরী। ম্যান সিটির শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিন ম্যাঞ্চেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি জার্সিও উপহার দেওয়া হয়।

এই বিষয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে বলেন, ''বাংলার মানুষ ফুটবল খুব ভালোবাসে, ক্রিকেটও ভালোবাসে। ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব সত্যম রায়চৌধুরী এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এবং আমাদের রাজ্যে একটি স্পোর্টস স্কুল শুরু করতে চলেছে। এটা আমাদের গর্বের বিষয়। এটি একটি ভালো পদক্ষেপ হবে।''

একই সঙ্গে মোহনবাগান (Mohunbagan), ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলোর ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ''বাংলার ফুটবল ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বাংলার ক্রীড়াক্ষেত্র এখন ভালো করছে এবং এই সহযোগিতা রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।''

উল্লেখ্য, লন্ডনের শিল্পসভায় মুখ্যমন্ত্রী সে দেশের শিল্পপতিদের বেঙ্গল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন (BGBS)। বাংলা যে দেশের মধ্যে শিল্পের সেরা গেটওয়ে সে কথাও বিলেত সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর শিল্প বৈঠকে যোগ দেওয়া ব্রিটিশ শিল্পপতিদের জানাতে ভোলেননি। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই বিলেত সফর বাংলার জন্য কতটা ফলপ্রসূ হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও