আর মাত্র চার মাসের অপেক্ষা। তারপর বঙ্গে বেজে যাবে ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা। ভোটের আবহে অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে বছর শেষের আগে দল বদল করলেন টলিউডের অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ছাড়লেন বিজেপি। এদিকে পার্নোর তৃণমূলে যোগদান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
25
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
জানা গিয়েছে, ছয় বছর বিজেপিতে থাকার পর গেরুয়া শিবির ছেড়ে ভোটের আগেই তৃণমূলে যোগ দিলেন পার্নো। এর আগে যদিও তিনি বহুবার তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর। তবে শুক্রবার তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী পার্নো মিত্র বলেন-''মানুষমাত্রেই ভুল করে। সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি।''
35
কেন বিজেপি ছাড়লেন পার্নো?
টলিউড অভিনেত্রী পার্নো মিত্র ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগদান করেছিলেন। সেই সময় বরাহনগর থেকে পদ্মফুলের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও তৃণমূলের তাপস রায়ের কাছে ভোটে হেরে যান তিনি। তবে তাপস রায় ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর এবার পার্নো মিত্র ২০২৬ এর বিধানসভা ভোটের আগে যোগদান করলেন তৃণমূলে।
শুক্রবার সকালেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, তৃণমূলে যোগ দিতে চলেছেন টলিউডের কেউ। তবে বেলা বাড়তেই সেসব জল্পনা কল্পনায় ইতি। তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেত্রী তথা টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। এদিন ঘাসফুল শিবিরে যোগ দিয়ে তিনি বলেন-''ছয় বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনাদের সে কথা মনে আছে। মনে হচ্ছে, এ বার নিজেকে শুধরে নেওয়া উচিত। সেটাই করলাম।''
55
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলে পার্নো
শুক্রবার তৃণমূল ভবন থেকে শাসক শিবিরের পতাকা হাতে তুলে নিয়ে পার্নো মিত্র জানান যে, অনেকদিন ধরেই তিনি ভাবছিলেন তৃণমূলে যোগদান করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও তার কর্মকাণ্ড পার্নোকে তৃণমূলে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে বলেও জানাতে ভোলেননি অভিনেত্রী।