শুক্রবার দিনভর শহর কলকাতায় যা যা ঘটল, রইল তারই সেরা দশের হদিশ।
শহর কলকাতায় সারাদিন ধরে ঘটছে কতশত ঘটনা। তার প্রত্যেকটি খুঁটিনাটি এক ঝলকে জেনে নিতে পড়ে ফেলুন দিনের টপ টেন। শুক্রবার দিনভর যা যা ঘটল, রইল তারই সেরা দশের হদিশ।
বঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে পদ্ম শিবিরের জোরদার প্রস্তুতি। তবে, আপাতত আসছেন না দলের প্রধানতম সেনাপতি অমিত শাহ। তাঁর বদলে নেতৃত্ব দিতে কলকাতায় পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তাঁর বঙ্গ সফরের দিন ঠিক হয়েছে ১৯ জানুয়ারি।
কলকাতায় হিন্দু সংগঠনের বড়সড় কর্মসূচির উদ্যোগ। ১৮ জানুয়ারি কলকাতায় আসতে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। ২৩ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে তাঁর থাকার সম্ভাবনা।
ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গ্রুপ ডি পদের চাকরিপ্রার্থীরা। শুক্রবার তাঁদের কাছেই পৌঁছে গেলেন ‘দিদির দূত’ সদস্যরা। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির আওতায় যাঁদের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সমস্যগুলিকেও নিয়ে আসা হয়, সেই আর্জি জানালেন মাতঙ্গিনী হাজরার পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।
শিশুদের শারীরিক সুরক্ষার উদ্দেশ্যে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। নতুন বছর শুরুর প্রথম মাস থেকেই কলকাতার সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া শুরু করা হবে। আসন্ন ৯ জানুয়ারি থেকে ১৫ বছর বা তার কম বয়সী ছাত্রছাত্রীদের হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া শুরু করবে অধিকাংশ স্কুল।
আলিপুর আদালতে শুক্রবার শুনানি ছিল শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার। তাঁরা ছাড়াও আলিপুর আদালতে দেখা গেল শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। শুক্রবার আদালতে শোভন-রত্নার গোপন জবানবন্দি নেওয়া হয়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাক্ষী হিসেবে তাঁকে নিয়ে এসেছিলেন শোভন। শোভন চট্টোপাধ্যায়কে মামলার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, আদালত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্যও গ্রহণ করেছে।
উত্তর কলকাতার বউবাজার মার্কেট এলাকায় সাত সকালে ভেঙে পড়ল একটি বিল্ডিংয়ের বারান্দার একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ। তবে, এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। কী কারণে এই দুর্ঘটনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণিতে চাকরি পাচ্ছেন ৬৫ জন। অযোগ্যদের বরখাস্ত করার যে নির্দেশ আদালত দিয়েছিল, সে সব পদেই এই ৬৫ জনকে নিয়োগ করা হচ্ছে। ২০১৬ সালে এই নিয়োগের পরীক্ষা হয়েছিল। পরে যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলনে যোগ দেন। প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করেছেন তাঁরা। কমিশনের অফিসে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কাউন্সেলিং।
১০.৯ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার পারদ। শুক্রবার শুধু চলতি মরসুমের নয়, গত ৫ বছরের মধ্যে শীতলতম দিন পেল কলকাতা শহর। ২০১৮ সালের পর মহানগরে এত ঠান্ডা আজই প্রথম। উত্তুরে হাওয়ার দাপটে বাংলার অন্যান্য জেলাতেও দাপুটে শীত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই শীত শুধুমাত্র শুক্রবারই নয়, শনিবারও জারি থাকবে। তবে রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
অনলাইন বিপণন সংস্থার নামে কলকাতায় রমরমিয়ে চলছিল বেআইনি কল সেন্টার। এই ঘটনার অভিযোগ পেয়ে তিন জন মহিলা-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করল কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। রাজারহাটের কোচপুকুরের দু’নম্বর ভিলা থেকে এই ১৬ জনকে যাবতীয় নথি সহ পাকড়াও করা হয়।
কলকাতায় বেসরকারি হাসপাতালে মহিলার শ্লীলতাহানি। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের। গলব্লাডারের সমস্যা নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৯ বছরের রোগিণী। তাঁকে অচেতন করে দেওয়ার পর শ্লীলতাহানি করা হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন-
ক্রমাগত মাটি বসে গিয়ে আরও সঙ্কটে জোশীমঠ, স্থানীয় বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করার কাজ করছে প্রশাসন
পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে হাম ও রুবেলার টিকাকরণ, শিশুদের সুরক্ষায় জন্য বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের
শোভন-রত্নার বিবাহ-বিচ্ছেদ মামলায় আদালতে হাজির বৈশাখী, ‘যথাযথ প্রমাণ হাতে রয়েছে’, আত্মবিশ্বাসী তিনি