আরজি কর-জয়নগরের পর জোড়া ধর্ষণের ঘটনা খাস কলকাতায়, আটক অভিযুক্ত নাবালক

উত্তর কলকাতার চিৎপুরে এক নাবালিকা ও দক্ষিণ শহরতলির হরিদেবপুরে এক তরুণীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। দুটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Sayanita Chakraborty | Published : Oct 7, 2024 4:07 AM IST
110

আরজি কর থেকে জয়নগরের ঘটনায় তোলপাড় হচ্ছে সারা রাজ্য। এই সময় ফের খবরে এল জোড়া ধর্ষণে কথা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়।

210

জোড়া যৌন নির্যাতনের অভিযোগ জমা পড়ল। উত্তর কলকাতার চিৎপুরে এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল এক তরুণ।

310

অন্যদিকে, দক্ষিণ শহরতলির হরিদেবপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক নাবালককে আটক করেছে পুলিশ।

410

পুলিশ সূত্রে খবর, চিৎপুরে এক নাবালিকা অচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে না পেয়ে থানায় মিসিং জায়েরি করে। শেষ পর্যন্ত ওই নাবালিককে পরিচিত ওই তরুণের বাড়ি থেকে উদ্ধার করে।

510

নাবালিকার মা-বাবা জানিয়েছে, তরুণ তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। এই অভিযোগেই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষার পর তাকে হোমে রাখা হয়েছে।

610

দ্বিতীয় ঘটনা ঘটল হরিবেদপুর এলাকার জোকায়। এখানেই থাকেন অভিযোগকারী। অভিযোগ, তার বাড়ি ফাঁকা থাকায় বানা দেয় ওই নাবালক। হঠাফই তার ওপর চড়াও হয়।

710

ওই নাবালক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তিনি পরিবারের লোকদের বিষয়টি জানান। আটক করা হয়েছে সেই নাবালককা।

810

সোমবার তাকে চাইল্ড ওযেলফেয়ার কমিটির সামনে তোলা হতে পারে। ওই তরুণরী মেডিক্যাল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

910

এখনও চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। অনশন শুরু করেছেন ডাক্তাররা। এরই মাঝে জয়নগরে ৯ বছরের বাচ্চাকে ধর্ষণের খবর সামনে এসেছে।

1010

এবার খোদ কলকাতায় দুটি ধর্ষণের খবর এল প্রকাশ্যে। উত্তর কলকাতার চিৎপুর ও দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ঘটল এমন ঘটনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos