Kolkata News: শহরে ফের বেপরোয়া গতির বলি ২ যুবক, জয়রাইডে কাড়ল প্রাণ

Published : May 05, 2025, 11:47 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata Road Accident News: সপ্তাহের শুরুতেই ফের শহরে দুর্ঘটনা। প্রাণ হারালেন দুজন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরবেলা উল্টোডাঙা (Ultadanga) উড়ালপুলে।      

Kolkata Road Accident News: সপ্তাহের শুরুতেই ফের শহরে দুর্ঘটনা। প্রাণ হারালেন দুজন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরবেলা উল্টোডাঙা (Ultadanga) উড়ালপুলে। জানা গিয়েছে, উল্টোডাঙ্গা ফ্লাইওভারের এয়ারপোর্টমুখী লেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বুলেট ধাক্কা মারে রেলিংয়ে। ঘটনায় বুলেটে থাকা চারজন ছিটকে গিয়ে পড়ে ব্রিজের ওপর। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আনুমানিক ৫টা ৪২ নাগাদ চার যুবক বিনা হেলমেটে দ্রুত গতিতে কলকাতার দিক থেকে এয়ারপোর্টের দিকে আসছিল। দ্রুত গতিতে বাইক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডেনিংয়ে ধাক্কা মারে। এরপর ছিটকে গিয়ে পড়ে রাস্তার ধারে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুজনের।

জানা গিয়েছে, অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, শোয়েব, সোহেল, রহমান ও ফারুক নামের ওই চার যুবক কোথাও জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানে সারারাত থাকার পর ভোরবেলা বাইক নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে তারা। কলকাতার দিক থেকে এয়ারপোর্টের দিকে (Accident News) আসছিল তারা। মৃত ও আহতদেক কারও মাথায়

হেলমেট ছিলো না বলে জানিয়েছে পুলিশ (Bidhannagar police)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত দুই যুবক সহ বাকি আহতদের প্রত্যেকেরই বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকায়। এদিন সকালে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল তাঁরা। তবে তার আগেই বিধানগর উড়ালপুলের কাছে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

অন্যদিকে, শহরে ফের প্রোমোটরের দাদাগিরির অভিযযোগ উঠল। এবার কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার

পূর্ব পুটিয়ারি এলাকায় প্রোমাটারের দাদাগিরি করার অভিযোগ উঠেছে। নির্মীয়মাণ ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রোমোটরের বিরুদ্ধে। ঘটনায় ওই প্রোমোটরের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আহতদের পরিবার। অভিযুক্ত ওই প্রোমোটর প্রমোতোষ দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ফের হোটেলের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা। রমরমিয়ে মধুচক্রের আসর। আর সেই আসরের পর্দা ফাঁস করলেন এলাকাবাসীরা। রাত হোক কিংবা দিন ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা। গভীর রাতে মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড এলাকায়।

জানা গিয়েছে, হোটেলে অসামাজিক কার্যকলাপের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Asianet News Bangla। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের শিমুলঢাব এলাকার একটি বেসরকারি হোটেলে। দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকাবাসীরা ওই হোটেলে অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ করে আসছেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ (Malda Police)। হোটেলের মধ্যে থাকা বেশ কয়েকজন যুবতীকে হাতেনাতে ধরে ফেলে। ব্যাপক গন্ডগোল বাঁধে হোটেল কর্মীদের সঙ্গে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদহ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হোটেল মালিকের গ্রেফতারের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়কে চলে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। তবে এলাকাবাসীদের বক্তব্য, হোটেল মালিককে গ্রেফতার না করা হলে, আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের