দেরিতে বোধোদয়! ২৬/১১ হামলা নিয়ে পি. চিদাম্বরমের মন্তব্যে কংগ্রেসকে খোঁচা বিজেপির
P Chidambaram On 26/11 Attacks: ২৬/১১ মুম্বই হামলা নিয়ে বিস্ফোরক প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

২৬/১১ মুম্বই হামলা নিয়ে বিস্ফোরক চিদম্বরম
২৬/১১ মুম্বই হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। মঙ্গলবার তিনি বলেন যে, ‘’২৬/১১ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিলাম। কিন্তু আমেরিকার চাপে তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।''
কংগ্রেসের স্বীকারোক্তি
এদিকে কংগ্রেস নেতা পি চিদাম্বরমের এই মন্তব্য নিয়ে প্রকাশ্যে হাত শিবিরকে তুলোধনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এতদিনে কংগ্রেসের বোধদয় হল। অবশেষে স্বীকার করল কংগ্রেস বিদেশি শক্তির কাছে মাথা নুইয়ে থাকত।
কী বলেছেন চিদ্ম্বরম?
সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন যে, ‘’২০০৮ সালে ২৬/১১-র পর গোটা বিশ্ব যেন দিল্লিতে নেমে এসেছিল। আমেরিকার বক্তব্য ছিল যুদ্ধ শুরু করো না। তিনি জানান, প্রবীণ কূটনীতিকরাও তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকতে পরামর্শ দেন।'' শুধু তাই নয়, বিদেশ মন্ত্রকের তরফে যুদ্ধে বাধা দেওয়া হয় বলে দাবি করেন পি চিদম্বরম।
অস্বস্তিতে কংগ্রেস
এদিক অতি সম্প্রতি পহেলগাঁও হামলা থেকে শুরু করে ভারত-পাকিস্তানের যুদ্ধ বিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আন্তর্জাতিক মঞ্চে দাবি করে এসছে যে, তার কারণেই ভারত পাক যুদ্ধ থেমে গিয়েছে। আর এঅবার খোদ কংগ্রেস নেতার মন্তব্যে অস্বস্তি আরও বাড়ল।
বিজেপির কটাক্ষ
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এক্স হ্যান্ডেলে চিদম্বরের সাক্ষাৎকারের একটি ক্লিপ পোস্ট করে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর দলকে উপহাস করেছেন। সঙ্গে লিখেছেন, ১৭ বছর পর, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম স্বীকার করেছেন যে দেশ যা জানত যে, বিদেশি চাপের জেরেই ২৬/১১-র পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দেরিতে বোধোদয় হয়েছে।''

