Rath Yatra 2025: রথের আগেই দীঘায় মুখ্যমন্ত্রী, ভিড় এড়াতে রাজ্য পুলিশের সঙ্গে থাকছে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টরা

Published : Jun 25, 2025, 02:40 PM IST

Mamata Banerjee Digha: অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথমবার রথযাত্রা। সেই উপলক্ষে আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে সৈকত শহর। আজই দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
18
রথ নিয়ে তৎপর রাজ্য প্রশাসন

দীঘায় গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা। এবারই প্রথমবার রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। 

28
রথযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী

দীঘায় রথযাত্রা নিয়ে প্রথম বছরেই উন্মাদনা একেবারে তুঙ্গে। এই বছর রথে দীঘায় দু-লক্ষেরও বেশি পূ্ণ্যার্থীর সমাগম হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। 

38
স্নানযাত্রা থেকে বন্ধ জগন্নাথ দর্শন

নিয়ম মেনেই স্নানযাত্রার দিন থেকে বন্ধ রয়েছে জগন্নাথদেবের দর্শন। বৃহস্পতিবার সকাল ৬টায় হবে নেত্র উৎসব। এরপরই জগন্নাথ দর্শনের জন্য ভক্তদের উদ্দেশে দ্বার খুলে দেওয়া হবে। 

48
শুক্রবার রথযাত্রা

জানা গিয়েছে, নিয়ম মেনে শুক্রবার দুপুর ১২টায় জগন্নাথদেবকে রথে নিয়ে যাওয়া হবে। তারপর ভক্তরা রথেই মহাপ্রভুকে দর্শন করতে পারবেন। এরপর এক কিলোমিটার দূরে মাসির বাড়ি যাবে জগন্নাথ-বলরাম-সুভদ্রা। 

58
রথযাত্রার সরাসরি সম্প্রচার

জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনের মতোই রথযাত্রাতেো সরাসরি সম্প্রচার করা  হবে রথের অনুষ্ঠানের। এরজন্য রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ব্লকে এবং পুর এলাকায় জায়ান্ট স্ক্রিন লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

68
রথে অংশ নেবেন মুখ্যমন্ত্রী

দীঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্য সরকারের। তার জন্য জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার রথেও উপস্থিত থেকে সমস্ত কিছু নিজ হাতে তদারকি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

78
ভিড় এড়াতে প্রস্তুতি

দীঘায় রথ উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে। ফলে দীঘায় আগত পূণ্যার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য আগাম প্রস্তুতি সেরে রাখছে রাজ্য প্রশাসন। মোতায়েন করা হবে রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশও। 

88
দীঘায় কলকাতা পুলিশের সার্জেন্ট

দীঘায় জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আগাম প্রস্তুতি বৈঠক নবান্নে সেরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড় ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য বুধবারই দীঘা পৌঁছে যাবেন কলকাতা পুলিশের ১০ জন সার্জেন্ট। 

Read more Photos on
click me!

Recommended Stories