Calcutta High Court: উচ্চ প্রাথমিকে চাকরি বিক্রির অভিযোগে প্রশ্নের মুখে CBI, নথি নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের

Published : Jun 25, 2025, 11:12 AM IST

Calcutta High Court: স্কুল সার্ভিস কমিশনে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি বিক্রির অভিযোগ। ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে  অসন্তুষ্ট আদালত। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো  গ্যালারি… 

PREV
17
কর্মশিক্ষা-শারীর শিক্ষা চাকরি বিক্রির অভিযোগ

টাকা  দিয়ে স্কুল সার্ভিস কমিশনে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিভাগের চাকরি বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই-কে ঘটনার তদন্তের নির্দেশ দেয়। 

27
সিবিআই তদন্তে প্রশ্ন আদালতের

জানা গিয়েছে, চাকরি বিক্রি সংক্রান্ত অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে  নথি পেশ করেছে তার সত্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল আদালত। সূত্রের খবর, CBI মামলার চার্জশিটে চাকরি বিক্রির কথা  উল্লেখ করেছে। এই নথি সিবিআই কীভাবে পেল তা  নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 

37
ওএমআর শিট প্রকাশের দাবিতে মামলা

জানা গিয়েছে, SSC-র উচ্চ প্রাথমিকে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল। আর এই বিষয়ের পরীক্ষার OMR শিট প্রকাশের দাবি জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। 

47
চাকরি বিক্রির অভিযোগ

সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে উচ্চপ্রাথমিকের কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার উল্লেখ ছিল। চার্জশিটে সিবিআই দাবি করেছিল যে, কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় চাকরি বিক্রি হয়েছে। আর তারপরই শুরু হয় শোরগোল। 

57
হাইকোর্টের পর্যবেক্ষণ

মঙ্গলবার এই বিষয়ে মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। বিচারপরি বসু বলেন, ‘’উচ্চপ্রাথমিকে কোনও সিবিআই তদন্ত নেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে দাবি করেছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায়। সিবিআই নিশ্চিত তদন্ত করতে গিয়ে এমন কিছু নথি বা তথ্য পেয়েছে তার ভিত্তিতে এমন চার্জশিট দিয়েছে। তদন্তের এই প্রক্রিয়া এবং নথি, তথ্য আদালত জানতে চায়।'' 

67
মেধা তালিকা পেশের নির্দেশ

এদিন শুনানি শেষে আদালত এসএসসি-কে উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা ও কর্মশিক্ষার মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত সিবিআই-এর কাছে জানতে চেয়েছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোথা থেকে জানতে পারল যে উচ্চ প্রাথমিকে চাকরি বিক্রি হয়েছে এবং এই নথি তাঁরা কোথা থেকে পেল? 

77
কর্মশিক্ষায় শূন্যপদের সংখ্যা

জানা গিয়েছে,  স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে বর্তমানে ঘোষিত শূন্যপদের সংখ্য়া রয়েছে ১২৩৭টি এবং শারীর শিক্ষায় শূন্যপদের সংখ্য়া ১০১৯টি। 

Read more Photos on
click me!

Recommended Stories