আরজি.কর মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টেই মামলার যাবতীয় শুনানি চলবে

Published : Dec 18, 2025, 09:59 AM IST

Supreme Court On RG Kar Murder Case: একবছরেরও বেশি সময় ধরে চলা আরজি কর মামলা থেকে এবার সরে দাঁড়ালো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট থেকে মামলা স্থানান্তরিত হলো কলকাতা হাইকোর্টে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আরজি কর মামলা থেকে সরল সুপ্রিম কোর্ট

এবার আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট। বুধবারই এই সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

25
কলকাতা হাইকোর্টে ফেরত এলো আরজি কর মামলা

বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আরজি কর মামলার সমস্ত নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে, নির্যাতিতার বাবা-মাকে এই মামলার স্টেটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে এবার থেকে আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনায় আর কোনও মামলা শুনবে না দেশের শীর্ষ আদালত। 

35
স্বতঃপ্রণোদিত মামলা ফেরত কলকাতা হাইকোর্টে

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত সমস্ত মামলা এবার হাইকোর্ট শুনবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তবে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্তকে প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত করার পরেও শীর্ষ আদালত একাধিক আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্দেশ দিয়েছে।

45
কী ঘটেছিল সেইদিন?

শুধু তাই নয়, চলতি বছরের ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। তাতে দোষী সাব্যস্ত হন সঞ্জয় রায়য়। ২০ জানুয়ারি তাঁর আজীবন কারাবাসের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু শিয়ালদহ আদালত রায় দেওয়ার আগে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। তারপরও সেই আবেদন শুনতে চাননি বিচারপতি। আর এবার আরজি কর সংক্রান্ত সব মামলা ফেরত চলে এলো কলকাতা হাইকোর্টে। 

55
নির্যাতিতার পরিবারের আর্জিতে সাড়া দিলো না আদালত!

এদিকে আরজি কর কাণ্ডে দিন কয়েক আগে ফের বিচার ছিনিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। এমনকি অতি সম্প্রতি নবান্ন অভিযানেও পথে নেমেছিলেন তারা। তাতেও সুরাহা মেলেনি। সঞ্জয় রায় ছাডা় আরজিকর কাণ্ডে বাকিরা জেলের বাইরে। এমনকি সিবিআই তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নিহত চিকিৎসক তরুণীর পরিবার। আর এবার কলকাতা হাইকোর্টে ফেরত চলে এলো আরজিকর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি। 

Read more Photos on
click me!

Recommended Stories