- Home
- World News
- United States
- মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের
মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের
Donald Trump On India travelers: আমেরিকা ঘুরতে গেলে এবার থেকে কেবলই অতিরিক্ত গাঁটের কড়ি খরচ হবে না। ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নিয়মে আরও কড়া হচ্ছে ট্রাম্প সরকার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ভারতীয়দের জন্য আমেরিকার ভিসা নীতি বদল
স্বপ্নের দেশ আমেরিকায় ভ্রমণ আরও কঠিন হচ্ছে ভারতীয়দের জন্য। এইচ১বি ভিসার পর এবার পর্যটক ভিসাও পেতে কালঘাম ছুটবে ভারতীয়দের। কারণ, মার্কিন দূতাবাসের তরফে ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয়দের জন্য নয়া নিয়ম চালু করছে। যা শুরু হলে সমস্যায় পড়বেন বহু ভারতীয় পর্যটক।
ভিসায় কঠোর ট্রাম্প সরকার?
জানা গিয়েছে, এবার থেকে কোনও ভারতীয় পর্যটক সন্তান জন্ম দেওয়ার জন্য শুধুমাত্র আমেরিকা ভ্রমণে যাচ্ছেন তাহলে সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে তার ভিসা। মার্কিন দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি বার্তা পোস্ট করা হয়েছে।
কী বলছে মার্কিন দূতাবাস?
মার্কিন দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ার পোস্টে জানানো হয়েছে জানানো হয়েছে যে- যদি মার্কিন আধিকারিকেরা বুঝতে পারেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কোনও পর্যটক আমেরিকায় যাচ্ছেন, তা হলে পর্যটক ভিসা বাতিল করে দিতে পারেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
ভিসা নিয়ে কী বলছে মার্কিন প্রশাসন
এই বিষয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, অনেকেই সন্তানের জন্ম দিতে আমেরিকায় যান, যাতে সন্তান জন্মসূত্রে নাগরিকত্ব পায়। দ্বিতীয় বার আমেরিকার মসনদে বসার পরেই ভিসানীতি নিয়ে কড়া পদক্ষেপ করেছেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি তিনি একটি নির্দেশনামায় সই করেছিলেন।
নীতি বদল ট্রাম্প সরকারের
জানা গিয়েছে, এত দিন আমেরিকায় নিয়ম ছিল, কোনও শিশু আমেরিকায় জন্মালে, সে নাগরিকত্ব পেতে পারে। এই নীতি বদলে দিতে চান ট্রাম্প। চলতি বছরের শুরুতে এই সংক্রান্ত একটি বিলে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

