প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

Published : Dec 13, 2025, 08:09 AM IST

WB SSC Result: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশের নবম ও দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ে ডাক পাওয়া যোগ্য প্রার্থীদের তালিকা। কারা ডাক পেলেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
নতুন নিয়োগে সময়সীমা বৃদ্ধির আবেদন

২০১৬ এসএসসি-এর ২৬ হাজারের প্যানেল দুর্নীতির কারণে বাতিল করার পাশাপাশি এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার নবম-দশমে শিক্ষক নিয়োগে আরও ৩ মাস এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

25
সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে নবম-দশমের নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। যে সমস্ত যোগ্যরা নিয়োগ পাবেন না, তাঁদের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখবে বলেও আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

35
সুপ্রিমকোর্টে কোন আবেদন জানাবে কমিশন?

চাকরিহারা যোগ্য শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং চাকরি করতে পারবেন বলেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানানোর পাশাপাশি যোগ্য চাকরিহারাদের যাতে ৩১ ডিসেম্বরের পরও স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই আবেদনও সুপ্রিমকোর্টে জানাবে কমিশন।

45
নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ

নির্ধারিত সময়ের আগেই নতুন নিয়োগ প্রক্রিয়ার নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল কমিশন। ৩০ হাজার ২১২ শুন্য পদের জন্য প্রায় ৪০ হাজার জনের তালিকা প্রকাশ করা হল। এরপর হবে নথি যাচাই প্রক্রিয়া। তারপর হবে ইন্টারভিউ। কতজন চাকরিহারা যোগ্য ইন্টারভিউয়ে ডাক পেলেন এবং কতজন পেলেন না, তা শনিবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

55
কারা চাকরি পেলেন?

শুক্রবার রাতে এসএসসি-র তরফে প্রকাশ করা হয় নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা। জানা গিয়েছে, ইন্টারভিউয়ে ডাক পাওয়া যোগ্যদের তালিকায় নাম রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল। একাদশ-দ্বাদশের পরীক্ষায় কাট অফ মার্কসের জন্য ইন্টারভিউয়ে ডাক পাননি তিনি। তবে শনিবার এসএসসি-র তরফে প্রকাশিত নবম-দশমের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে তার। 

Read more Photos on
click me!

Recommended Stories