Google News: ২০২৫ সালে ভারতীয়রা যে শীর্ষ ট্যুরিস্ট গন্তব্যগুলি অনুসন্ধান করেছেন তার মধ্যে এগিয়ে আছে কোন জায়গা - এবং কেনই বা এই জায়গা এত বেশি খোঁজা হয়েছে গুগল সার্চে?বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Google News: কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই ঘুরতে যেতে কার না ভালো লাগে। পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল, সুযোগ পেলেই অনলাইনে সেই জায়গা সম্পর্কে সার্চ করে কয়েকদিন দিব্যি কাটিয়ে আসা যায়। কিন্তু, ২০২৫ সালে সবচেয়ে বেশি কোন জায়গা সার্চ করেছেন ভারতীয়রা জানেন কি?
গুগল সার্চে সবথেকে এগিয়ে ভারতের কোন জায়গা?
সম্প্রতি গুগল তাদের ২০২৫ সালের সার্চ রেজাল্টের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, পাহাড় বা সমুদ্র নয়। এ বছরের সবচেয়ে বেশিরভাগ সার্চ করা জায়গাটি হলো মহাকুম্ভ মেলা। শুধু গুগল সার্চেই নয়, কুম্ভ মেলা সবচেয়ে ট্রেন্ডিং নিউজ় টপিকও।
মহাকুম্ভ মেলা প্রত্যেক ১৪৪ বছর অন্তর হয়। ভারতে আধ্যাত্মিক পর্যটন বা Spiritual Tourism-এর ক্ষেত্রে মহাকুম্ভ একটি বিশেষ স্থান। বহু শতাব্দী ধরে প্রয়াগরাজে গঙ্গার ধারে এই মেলা হয়ে চলেছে। বছরের পরে বছর মহাকুম্ভ মেলা ধার্মিকদের কাছে এক বিশেষ জায়গা।
মহাকুম্ভ মেলায় প্রত্যেক বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন। তবে, শুধু ভারতীয়দের কাছেই নয়। এই মেলা দেখতে ভিড় করেন বিদেশিরাও। কুম্ভমেলায় ঘুরতে এসে অনেকেই ঋষিকেশ, বুদ্ধগয়া এবং বারাণসী-সহ ভারতের অন্যান্য তীর্থস্থান থেকেও ঘুরে আসেন। ফলে, সব মিলিয়ে ভারতের ভ্রমণ মানচিত্রে বিশেষ স্থান অর্জন করেছে এই বছর উত্তর প্রদেশের প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভ মেলা।
প্রয়াগরাজের হোটেল মালিকদের কথায়, আগে তীর্থভ্রমণ মূলত বয়স্করাই করতেন। তবে মহাকুম্ভ মেলায় বহু অল্প বয়সিদেরও আসতে দেখা গিয়েছে। ভারতে তীর্থভ্রমণের ধারণা যে পাল্টাচ্ছে তা বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই একাধিক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য স্পষ্ট করে দেখিয়েছে চলতি বছর ভারতে কত ব্যাপক ভাবে প্রসার লাভ করেছে আধ্যাত্মিক পর্যটন। এছাড়াও এই তালিকায় রয়েছে- কাশ্মীর, পুদুচেরি এবং গুজরাটের সোমনাথ মন্দিরের মতো ঐতিহ্যবাহী পর্যটন ও আধ্যাত্মিক শহরগুলির নামও। যা দেশীয় ভ্রমণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে চলতি বছরে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


