- Home
- World News
- Pakistan News
- জেলের ভিতরেই মেরে ফেলা হয়েছে ইমরান খানকে! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য
জেলের ভিতরেই মেরে ফেলা হয়েছে ইমরান খানকে! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য
Imran Khan Death Rumour: সত্যি কী জেলের ভিতরেই মারা গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? বুধবার রাত থেকে ইমরান খানের মৃত্যু নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কী বলছে পাক প্রশাসন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

জেলেই নিহত ইমরান খান!
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কী জেলের ভিতরেই মারা গিয়েছে? নাকি তাকে মেরে ফেলা হয়েছে! গোটা পাকিস্তানজুড়ে চলছে এই জল্পনা। ইমরানের মৃত্যু নিয়ে নানারকম খবরে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু কেন ইমরান খানকে নিয়ে হঠাৎ এই ধরনের গুজব সামনে এলো? কারণ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা তথা জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।
কী বলছে পাকিস্তানের বর্তমান সরকার?
ইমরান খানের মৃত্যু জল্পনা নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বা তার দলের কেউ এই বিষয়ে মুখ খোলেননি। এমনকি চুপ রয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোও। তবে আফগানিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে যে- আর বেঁচে নেই ইমরান খান। (যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি Asianet News Bangla)। তবে একাধিক সংবাদ মাধ্যমের খবরে ইমরান খানকে নিয়ে তৈরি হচ্ছে রহস্য। তাহলে কী সত্যিই বেঁচে নেই ইমরান খান। কারণ, দাদার সঙ্গে দেখা করতে চেয়ে ইমরানের তিন বোন ব্যর্থ হন।
কী কারণে এই জল্পনা বাড়ছে?
সূত্রের খবর, পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তাঁর তিন বোন— আলিমা, উজ়মা এবং নুরা খান। প্রতিবাদে ধর্নায় বসলে তাঁদের শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। তারপরে পিটিআই নেতারাও ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন। তার পরেই জল্পনা ছড়াতে শুরু করেছে যে ইমরানকে হয়ত জেলের ভিতরে মেরে ফেলা হয়েছে!
দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবারের সঙ্গে
পাকিস্তানের আইন অনুযায়ী সপ্তাহে একবার জেলবন্দি আসামির সঙ্গে দেখা করতে পারবেন তার পরিবারের সদস্যরা। কিন্তু ইমরানের বোনদের অভিযোগ, দেখা তো দূর হয়ত জেলের ভিতরে ইচ্ছামতো শাহবাজ সরকার ও পাক সেনা প্রধান আসিফ মুনিরের নির্দেশে তার দাদার উপর অত্যাচার চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন বালোচিস্তান বিদেশমন্ত্রক। তারা জানিয়েছে যে-''সত্যিই যদি এমনটা হয় তাহলে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পাকিস্তান ধংস হবে।''
কী কারণে জেলবন্দি ইমরান খান?
তোষাখানা দুর্নীতি সহ একাধিক মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের ‘PTI’ দলের প্রতিষ্ঠাতা তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে রয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। অভিযোগ, পাক সেনা প্রধান মুনিরের নির্দেশে জেলের ভিতরে ইমরান ও তার স্ত্রীর উপর মানসিক অত্যাচার চালাচ্ছে পাক সরকার। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা। এমনকি তারপর থেকে কোনও খোঁজ নেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আর যা নিয়ে বাড়ছে তার মৃত্যুর গুজব।

