শীত চলে যাচ্ছে না, আদৌ জাঁকিয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা জানিয়ে দিল হাওয়া অফিস

Published : Feb 03, 2025, 07:14 PM IST
bihar weather

সংক্ষিপ্ত

শীতের লুকোচুরিতেও বেসামাল বঙ্গবাসী । শীতের সোয়েটার কম্বল গুটিয়ে রাখা হবে নাকি ফের গায়ে দেওয়ার জন্য তৈরি রাখতে হবে, তা দিয়ে দোটানায় অনেকেই । তবে কি শীত চলেই গেল , প্রশ্নের উত্তর জানিয়েছে হাওয়া অফিস। 

কলকাতায় সোমবার তাপমাত্রা ২২ ডিগ্রি , স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সরস্বতী পুজোয় কলকাতা-সহ শহরতলিতেও বেশ গরম অনুভব করা যাচ্ছে। তবে সরস্বতী পুজোর দ্বিতীয় পর্যায়ে আবহাওয়া দফতর খুশির খবর দিয়েছে। শীত আবার ফিরে আসছে। কবে থেকে শীতের ফের ইংনিস শুরু হবে তা জানিয়েছে হাওয়া অফিস।

সকালে থাকছে ঘন কুয়াশার চাদর । কিছু জায়গায় দৃশ্যমানতা ক্রমেই কমছে। শীতের লুকোচুরিতেও বেসামাল বঙ্গবাসী । শীতের সোয়েটার কম্বল গুটিয়ে রাখা হবে নাকি ফের গায়ে দেওয়ার জন্য তৈরি রাখতে হবে, তা দিয়ে দোটানায় অনেকেই । তবে কি শীত চলেই গেল , প্রশ্নের উত্তর জানিয়েছে হাওয়া অফিস।আবহাওয়ার এই খেয়ালিপনায় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত । হাওয়া অফিস জানিয়েছে, মাঝে দু'দিন সম্ভাবনা রয়েছে একটু তাপমাত্রা বাড়ার । সপ্তাহ শেষে ফের বেশ খানিকটা নেমে যাবে। এইভাবে ঠান্ডার অনুভূতি ওঠানামার মধ্যে দিয়েই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিদায় নিয়ে নেবে শীত।

তবে আবহাওয়াবিদদের মতে, আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে এমন করে চললেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। সোমবার উত্তরবঙ্গের চারটি জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ । দৃশ্যমানতা ৫০ মিটারের কমেও নেমে আসতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া জেলায় ঘন কুয়াশার সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস । বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বলেও জানা গেছে।কলকাতায় সোমবার ২২ ডিগ্রি তাপমাত্রা থাকবে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।স্বাভাবিকের সামান্য নীচে থাকবে দিনের তাপমাত্রা । মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে