Weather News: সকাল থেকেই মেঘলা আকাশ, কখন কোথায় হবে বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি?

Published : Jul 24, 2024, 07:03 AM IST
Kolkata Weather

সংক্ষিপ্ত

দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম রয়ে যাচ্ছে। 

Weather News: বুধবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ডিগ্রী এবং ২৭ ডিগ্রীর আশেপাশে থাকবে। মেঘ বৃষ্টি রোদের খেলায় বর্ষা সক্রিয় হলেও রাজ্যে ঘাটতি রয়ে যাচ্ছে বর্ষার। এই মুহূর্তে জুনের পরে জুলাই মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকে যাবে। বিশেষকরে গাঙ্গেয় বঙ্গে। গড়ে প্রায় ৫০ শতাংশ ঘাটতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এই মুহূর্তে দীঘার ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টি পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম রয়ে যাচ্ছে।

বৃহষ্পতিবার পর্যন্ত সর্বত্র বৃষ্টির পূর্বাভাস । বাদ যাবে না কলকাতা। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি যথেষ্ট ভালো। শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই ৪৭ শতাংশ ঘাটতি রয়েছে। বাকি সব জেলাতেই অতিরিক্ত বৃষ্টি হয়েছে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh : 'খেলা হবে এপ্রিলে, দেখা যাবে কে জিতবে'! অভিষেককে পাল্টা জবাব দিলীপের
WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব