Weather News: বৃষ্টিস্নাত দোল খেলবে কলকাতা-সহ জেলাগুলি, জেনে নিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবর

মঙ্গলবার থেকে জারি থাকবে বৃষ্টির সতর্কবার্তা। গতকাল একটি ঝলমলে দিন কাটতে না কাটতেই আবারও বদলে যেতে চলেছে পরিবেশ।

 

deblina dey | Published : Mar 24, 2024 1:29 AM IST

দোলের ভিজবে কলকাতা ও দক্ষিণবঙ্গ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রঙ নয় জল দিয়ে রবিবার থেকেই দোল খেলা শুরু করবে আবহাওয়া আগাম জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোলির দিন অর্থাৎ মঙ্গলবার থেকে জারি থাকবে বৃষ্টির সতর্কবার্তা। গতকাল একটি ঝলমলে দিন কাটতে না কাটতেই আবারও বদলে যেতে চলেছে পরিবেশ।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিন্ম ২৮ ডিগ্রি। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার থাকার কারণে তাপমাত্রাও না বাড়লেও মনোরম পরিবেশ থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির মধ্যেই। বঙ্গোপসাগরের উপর তৈরি জলীয় বাষ্প ঢুকছে, যার জেরেই এই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টি কমার পর থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা।

Latest Videos

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দুই পরগণায় ও বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বুধবার পর্যন্ত এই সম্ভবনা জারি থাকবে। এরপর থেকেই পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। গতকাল সর্বনিন্ম তাপমাত্রা যা ২৮ ডিগ্রিতে ছিল সেটাই বদলে গিয়ে ৩০-৩২ এর ঘরে পৌঁছে যাবে।

Share this article
click me!

Latest Videos

RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র
ফের ইডি হানা! তল্লাশি চালানো হল হুগলির শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে | ED Raid
'অভিশাপে এরা গলে গলে মরবে' শুভেন্দুর আগুন ঝরানো ভাষণ | RG Kar Protest
'পুজো হবে, উৎসব নয়' মমতাকে হুঁশিয়ারি দিয়ে আর যা বলে দিলেন দেবশ্রী | Debasree Chaudhuri | RG Kar News