রবিবাসরীয়র সন্ধ্যায় ভিজতে পারে কলকাতা, একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা

Published : Apr 23, 2023, 05:07 PM IST
Kolkata rain

সংক্ষিপ্ত

রবিবার বিকেলে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া দফতর।

অবশেষে জুড়োল জ্বালা। প্রখর তাপপ্রবাহের পর বঙ্গে কমল তাপমাত্রা। রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ শহরে। রবিবার বিকেলেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত দুটি নিম্নচাপের জেরে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। রবিবার একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া দফতর।

রবিবার প্রায় ৩ ডিগ্রি পারদ নেমে গেছে কলকাতাতেও। এরই মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরল সহ ভারতের বিভিন্ন উপকূলীয় রাজ্যগুলিতে আগামী ৪ দিন ধরে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া বিভাগ। রবিবার বিকেলেই হতে পারে বৃষ্টি। কলকাতা ছাড়া বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। এছাড়া দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী ও কলকাতাসহ গাঙ্গেয় উপকূলের সব জেলাগুলিতে রবিবার বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের তাপমাত্রার পারদও এখন অনেকটাই নিম্নমুখী। দার্জিলিংয়ে শিলাবৃষ্টির পরে তাপমাত্রা অনেকটাই কমেছে। কালিম্পং-এর তাপমাত্রাও স্বাভাবিকের নিচে নেমে গেছে। বৃষ্টিতে তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলাতেও। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে জারি থাকতে পারে বজ্রপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে টানা ৪ থেকে ৫ দিন ধরে। তাপমাত্রা যতটা কমেছে, তা আগামী ৫ দিনে প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI