Kolkata Police: এবার ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষের সুরক্ষায় দ্বিগুণ জোর, কলকাতা পুলিশের নয়া পন্থা

যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্রযু্ক্তির দ্বারা আমজনতার দৈনন্দিন সুবিধা-অসুবিধার খোঁজ রাখতে চাইছে পুলিশ প্রশাসন। চলতি সপ্তাহেই সফলভাবে এই তিনটি অ্যাপের পরীক্ষা করা হয়েছে। 

শহরের আইন-শৃঙ্খলা এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণ পরিস্থিতি সর্বদাই যাঁদের হাতে থাকে, সেই কলকাতা পুলিশ এবার সরাসরি সাধারণ মানুষের সমস্ত অসুবিধা নিবারণে পদক্ষেপ নিতে চলেছে ডিজিটাল মাধ্যমের দ্বারা। যানবাহন বা শহরের প্রবীণ নাগরিকদের সমস্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসতে চলেছে তিনটি নতুন অ্যাপ। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই তিনটি অ্যাপ চালু করে দেওয়া হবে বলে জানা গেছে। যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্রযু্ক্তির দ্বারা আমজনতার দৈনন্দিন সুবিধা-অসুবিধার খোঁজ রাখতে চাইছে পুলিশ প্রশাসন। চলতি সপ্তাহেই সফলভাবে এই তিনটি অ্যাপের পরীক্ষা করা হয়েছে।

কলকাতার একা থাকা প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছিল ‘প্রণাম’ ওয়েবসাইট। এবার প্রবীণ নাগরিকরা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ‘প্রণাম’ অ্যাপের মাধ্যমে। অ্যাপের সঙ্গে কল সেন্টারের নম্বর সরাসরি সংযুক্ত করা থাকবে। এর মাধ্যমে প্রবীণ নাগরিকরা যেকোনও সমস্যার সমাধানের জন্য কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন।

Latest Videos

দুই নম্বর অ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের কর্মীরা সারা শহর জুড়ে সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস পাবেন। এক পদস্থ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ফুটেজ রেকর্ড করা হবে এবং সিনিয়র অফিসাররা নিজেদের স্মার্টফোন থেকেই তা অ্যাক্সেস করতে পারবেন। এই ধরনের একটি সিস্টেম ইতিমধ্যেই আংশিকভাবে কাজ করছে। কিন্তু এই অ্যাপের নতুন ভার্সন একেবারে রিয়েল-টাইমে কাজ করবে। এটি পুলিশ অফিসারদের সারা দিনে যেকোনও সময়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

নাগরিকদের সহায়তার জন্য ২০১৯ সাল থেকেই চালু হয়েছিল কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। নতুন অ্যাপটি হতে চলেছে সেই Bondhu অ্যাপের একটি আপগ্রেডেড ভার্সন। এতে জনসাধারণের জন্য আরও কিছু ফিচার্স যুক্ত হতে চলেছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা অ্যাপটি কেএমসি পার্কিং অ্যাপের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি। এর ফলে গাড়িচালকরা বিনামূল্যে পার্কিং স্পেস সম্পর্কে জানতে পারবেন। আমরা অ্যাপটিকে আরও ফাইন-টিউন করার চেষ্টা করছি। এই অ্যাপের মাধ্যমে ছোটখাটো ঘটনাও রিপোর্ট করা যাবে।’ এই অ্যাপ গাড়িচালকদের ট্রাফিক আইনলঙ্ঘনের ডেটা, সাধারণ নাগরিকদের দায়ের করা FIR-এর তথ্য বা নিহত মানুষদের ময়নাতদন্তের রিপোর্ট ডাউনলোড করা, হারানো মোবাইলের তদন্তের স্টেটাস জানা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে নাগরিকদের অবগত করে থাকে।

আরও পড়ুন-

Water Metro Kochi: মেট্রো চলবে, তবে ডাঙায় নয়, জলের ওপর দিয়ে! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ব্যাগের মধ্যে মুঠো মুঠো নোট ভরছেন বিজেপি নেতা, হেলিকপ্টারে সপরিবারে চড়ছেন কংগ্রেস নেতা, দুর্নীতিতে সরগরম কর্ণাটক

এপ্রিলের শেষদিকে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল