ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই শীতের, শহরে কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা?

এক্ষুণি তাপমাত্রার কোন হেরফের না হলেও আগামী ৩দিন পর থেকেই ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে।

ডিসেম্বর মাস পড়লেও দেখা নেই শীতের। মাঝে কদিন বেশ জাঁকিয়ে শীত পড়লেও মন্দৌস ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের প্রভাব অনেকটা কমলেও ঘূর্ণিঝড়ের পরেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন দেখা যায়নি। বুধবারও সকাল থেকে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমূখীই। কয়েকদিন আগেই মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকলেও তারপর থেকেই ক্রমশ বাড়তে থাকে তাপমাত্রা। আর কয়েকদিনের মধ্যেই বড়দিন আসতে চলেছে। এক্ষুণি শহরে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর সূত্রে খবর আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৭ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।

এক্ষুণি তাপমাত্রার কোন হেরফের না হলেও আগামী ৩দিন পর থেকেই ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে। তবে আগামী কিছুদিন সকালের দিকে কুয়াশা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিনের মধ্যেই শহরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Latest Videos

পুরোপুরি শীত অনুভূত হতে বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে শহরবাসীকে। ২৫ ডিসেম্বর বা বছরের শেষে কিছুটা হলেও পারদ পতনের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে এখনও ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সেই দিকেও নজর রাখছে আলিপুর হাওয়া অফিস।

আরও পড়ুন - 

লালনের রহস্যমৃত্যুর আসল কারণ জানতে সিআইডি তদন্তের দাবি, লালনের পরিবার

প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি পদে লক্ষ্মণ শেঠ,সিপিএমের দাপুটে নেতার এই ভোলবদল চর্চিত সারা রাজ্যে

ডিএ মামলা ঘিরে সুপ্রিম কোর্টের নয়া সিদ্ধান্ত, এবার মামলার শুনানি করবেন দুই বাঙালি বিচারপতি

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul