Weather Update: দক্ষিণবঙ্গে কমবে বৃ্ষ্টির পরিমাণ, উত্তরে অব্যহত বৃষ্টি, বৃহস্পতিবার থেকে বাড়তে পারে তাপমাত্রাও

Published : Aug 03, 2023, 07:12 AM IST

বৃহস্পতিবারেও অব্যহত বৃষ্টি। গত মঙ্গলবার দুপুর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে মুশলধারের বৃষ্টি। বুধবার দিনভর বৃষ্টি চলেছে কলকাতা-সহ একাধিক জেলায়। বৃহস্পতিবারও বদল হবে না আবহাওয়ায়? দেখে নেওয়া যাক।

PREV
17

বৃহস্পতিবারেও থামবে না বৃষ্টি। গত মঙ্গবার দুপুর থেকেই নাগারে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ একাধিক জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির পরিমান কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

27

এদিন সকাল থেকেই মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

37

টানা বৃষ্টির জেরে জল জমেছে শহরের একাধিক এলাকায়। ব্যহত ট্রেন পরিষেবাও।

47

টানা বৃষ্টির জেরে অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা। ৩ অগাস্ট কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

57

তাপমাত্রা কমলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৯২ শতাংশ।

67

অন্যদিকে কলকাতার আনাচেকানাচে জল জমে নাকানিচোবানি খেতে হচ্ছে নিত্যযাত্রীদের। এলাকার বাসিন্দাদের অবস্থাও সঙ্গীন। নিচু এলাকাগুলিতে অনেক বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে।

77

উত্তর ও দক্ষিণ, উভয় প্রান্তেই বুধবার ভোররাত থেকে জলমগ্নতার ছবি। জল জমেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, রুবি, আনন্দপুর, মুকুন্দপুর, হরিদেবপুর, বেহালা ও পাটুলির একাধিক অংশে। কোথাও এক কোমর, আবার কোথাও এক হাঁটু, জল ঠেলে ঠেলেই এগোচ্ছেন পথ চলতি জনতা।

click me!

Recommended Stories