Waterlogging in Kolkata: প্রচণ্ড বৃষ্টির জেরে কলকাতার আনাচেকানাচে জমল জল, উত্তর থেকে দক্ষিণে সমস্যায় নিত্যযাত্রীরা

কলকাতার পার্ক স্ট্রিট, মাদুরদহ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা, কালিন্দী যশোর রোড, উলটোডাঙ্গা মুচিপাড়া অঞ্চল, বাঙ্গুর এভিনিউ, বেলেঘাটা অঞ্চল, ফুলবাগান সহ বহু এলাকা রাতভর বৃষ্টির দাপটে জলে থইথই। 

 

Sahely Sen | Published : Aug 2, 2023 4:27 AM IST / Updated: Aug 02 2023, 10:40 AM IST

17

রাতভর বৃষ্টির দাপটে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক এলাকা। তার সঙ্গে সমগ্র শহর ও শহরতলি জুড়ে ঘন মেঘে ঢেকেছে আকাশ।

27

কলকাতার আনাচেকানাচে জল জমে নাকানিচোবানি খেতে হচ্ছে নিত্যযাত্রীদের। এলাকার বাসিন্দাদের অবস্থাও সঙ্গীন। নিচু এলাকাগুলিতে অনেক বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে।

37

উত্তর ও দক্ষিণ, উভয় প্রান্তেই বুধবার ভোররাত থেকে জলমগ্নতার ছবি। জল জমেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, রুবি, আনন্দপুর, মুকুন্দপুর, হরিদেবপুর, বেহালা ও পাটুলির একাধিক অংশে। কোথাও এক কোমর, আবার কোথাও এক হাঁটু, জল ঠেলে ঠেলেই এগোচ্ছেন পথ চলতি জনতা।

47

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভেও বুধবার সকালে জল জমে থাকতে দেখা গেছে।

57

কলকাতার পার্ক স্ট্রিট, মাদুরদহ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা, কালিন্দী যশোর রোড, উলটোডাঙ্গা মুচিপাড়া অঞ্চল, বাঙ্গুর এভিনিউ, বেলেঘাটা অঞ্চল, ফুলবাগান সহ বহু এলাকা রাতভর বৃষ্টির দাপটে জলে থইথই।

67

কসবা, তোপসিয়া, ট্যাংরা, মেট্রো পলিটান বাইপাস সংলগ্ন এলাকা, কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বেলঘরিয়া, বিষ্ণুপুর, আলমবাজারও জমা জলে বিধ্বস্ত।

77
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos