
পুজোর আগে থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ শহরে। মহালয়ার আগে থেকেই বৃষ্টি থেমে ঝলমলে আবহাওয়া দেখা গিয়েছ। পুজোর সময়ও তাত ব্যতিক্রম হবে বা বলেই আশা করা হচ্ছে। মহালয়ার পর থেকেই কমবেশি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে শহরবাসী। তাই পুজোর কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলেই ভালো। আলিপুর সূত্রে জানা যাচ্ছে পুজোর কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়৷ সোমবারের মত মঙ্গলবারও দক্ষিনবঙ্গের আকাশ বেশ খোশমেজাজেই থাকবে বলে আশা করা যাচ্ছে।
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৪ শতাংশ। উল্লেখ্য দুর্গাপুরজোর দ্বিতীয়ার দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন থেকেই ঠাকুর দেখার হিড়িক। ভিড়ের ঢেউয়ে কলকাতার সমস্ত বড় পুজো মণ্ডপকে উৎসাহীদের পরিসংখ্যানে টেক্কা দিয়েছে শ্রীভূমি। দ্বিতীয়াতেও সেই ধারা অব্যাহত রাখতে চাইছেন মণ্ডপ-প্রেমী জনতা।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকতে পারে মেঘলা আবহাওয়া।