Weather update: ফের ভ্যাপসা গরমে হাঁসফাস, বৃহস্পতিবারই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা শহরে

আজই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে গুমোট ভাবও।

বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাপসা গরম। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রায় বিশেষ ফারাক না এলেও বুধবার রাত থেকেই শহরে বেড়েছে গুমোট ভাব। প্রবল গরমে ফের একবার হাঁফফাস অবস্থা রাজ্যবাসীর। তবে এই পরিস্থিতি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে গুমোট ভাবও। তবে আজই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে। বইবে ঝোড়ো হাওয়াও। আগামী কয়েকদিনে তাপমাত্রায় বিশেষ বদল না এলেও, চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। কিন্তু বুধবার থেকেই বদল দেখা গেল আবহাওয়ায়।

বুধবার থেকেই বদলেছে শহরের আবহাওয়া। বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবারও শহরের তাপমাত্রায় বিশেষ বদল এল না। ২১ এপ্রিল, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, পাশাপাশি গুমোট গরমও। বিকেলের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশ।

Latest Videos

এপ্রিলের শুরু থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল তাপমাত্রার পারদ। দাবদাহ শেষে এবার ঠান্ডা দক্ষিনবঙ্গের আবহাওয়া। বাঁকুড়া মেদিনীপুর ও পুরুলিয়ায় স্বাভাবিকের নিচে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার তাপমাত্রা হালকা বাড়লেও অস্বস্তিকর গরম নেই। ২৬ এপ্রিল, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৫ শতাংশ।

মঙ্গলবার পর্যন্ত মোটামুটি দক্ষিনবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে বলেও জানানো হয়েছিল। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও ছিল। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমে যাবে। বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। ২৭ এপ্রিল, অর্থাৎ, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। বৃষ্টি হওয়ার দরুন পতন হবে তাপমাত্রার পারদেও। আগামী ৩ দিনে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা কমই থাকবে। তারপর আবার ২ দিন ধরে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন -

আবার কবে স্বস্তির বৃষ্টি হবে কলকাতা ও শহরতলিতে? সম্ভাব্য তারিখ জানাল আলিপুর

ঝেঁপে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, ৪ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রা

‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে বিলাসবহুল তাঁবু, হেলিকপ্টারে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari