আগামী ১২ এবং ১৩ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আগামী ১০ জুন থেকে তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস মিলছে।
গৃষ্মের চোখ রাঙানিতে নাজেহাল অবস্থা বাংলার। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ চললেও দেখা নেই বৃষ্টির। বরং রাজ্যের একাধিক জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারও বদল নেই সেই চিত্রে। ভোর থেকেই ভ্যাপসা গরম। কমছে না অস্বস্তিও। যদিও এদিন শহরের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে চলতি সপ্তাহতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যদিও আগামী ১২ এবং ১৩ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আগামী ১০ জুন থেকে তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস মিলছে।
৮ জুন বৃহস্পতিবারও অব্যহত গরমের অস্বস্তি। ভোর থেকেই বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। নেই ভ্যাপসা গরম থেকে রেহাইয়ের সম্ভাবনাও। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৪ শতাংশ।
তবে শুধু দক্ষিণবঙ্গে নয় তাপমাত্রার নজিরবিহীন পরিবর্তন দেখা গেল উত্তরবঙ্গেও। তাপমাত্রায় বাঁকুড়া, বীরভূমকে ছাপিয়ে গেল বাগডোগরা। আলিপুর সূত্রে জানা যাচ্ছে তাপমাত্রায় শীর্ষে পুরুলিয়া। বুধবার পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তাপমাত্রায় পুরুলিয়ার পরেই স্থান পেয়েছে দার্জিলিং-এর বাগডোগরা শহর। বুধবার তাপমাত্রা ছিল ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজ্যের একাধিক জেলা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদহে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, পূর্ব বর্ধমানে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর (৪০.২), শ্রীনিকেতন (৪০.৬), সিউড়ি (৪০.৪), ঝাড়গ্রাম (৪০), দমদম (৪০), ব্যারাকপুরে (৪০) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
কলকাতা, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলা ছাড়া গাঙ্গেয় বঙ্গের সমস্ত জেলায় চরম তাপপ্রবাহ বওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বাজ পড়ার আশঙ্কা রয়েছে। বাজ পড়ার সাথে সাথে দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।
আরও পড়ুন -
দেরীতে হলেও সুখবর! দেশে কবে আসছে বর্ষা, তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর
শাড়ির কুচি বেয়ে উঠছে বেপরোয়া চিতাবাঘ, দেখুন বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ‘সাবিত্রী আম্মা’-র ভিডিও
ফের ট্রেন দুর্ঘটনা ওডিশায়! ইঞ্জিন ছাড়াই এগিয়ে গেল মালগাড়ি, জাজপুরে মর্মান্তিক মৃত্যু ৬ জনের