শনিবারর ভোর থেকেই কম গরমের অস্বস্তি। বিকেলের মধ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও।
সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি কলকাতায়। সকালের দিকে ভ্যাপসা গরম থাকলেও বিকেলে প্রায় রোজই ঝড়বৃষ্টি নামছে। একটানা বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমল শহরের তাপমাত্রা। শনিবারর ভোর থেকেই কম গরমের অস্বস্তি। বিকেলের মধ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। শুধু দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায়।
এক নাগাড়ে বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমেছে শহরের তাপমাত্রা। ২৭ মে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দতার পরিমাণ ৮৮ শতাংশ। শনিবার সকাল থেকেই নেমেছে তাপমাত্রার পারদ। নেই গরমের অস্বস্তিও। শুক্রবার বিকেলেও শহর জুড়ে প্রবল বৃষ্টির প্রভাবেই এই তাপমাত্রার পতন বলে মনে করা হচ্ছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। অর্থাৎ গোটা উইকেন্ডটাই বৃষ্টিতে কাটবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহ থেকেই আকাশ পরিষ্কার হবে বলেও জানাচ্ছে আলিপুর।
তীব্র দাবদাহের পর গত মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে শুধু দক্ষিণে নয়। বৃষ্টির প্রভাব উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এই বৃষ্টিও উত্তরের প্রত্যেকটি জেলাতে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আগেই ছিল। তবে এবার জানা যাচ্ছে শনি ও রবিবারও অব্যহত থাকবে বৃষ্টি।