মঙ্গল সকাল থেকেই পরিষ্কাত আকাশ। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়।
যদিও আবহাওয়ার এই বদল খুবই সাময়িক বলেই জানাচ্ছে আলুপুর। কাল থেকেই আবারও বাড়বে বৃষ্টি।
আগামী সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
তবে টানা বৃষ্টির জেরে প্রভাবিত হবে না তাপমাত্রা। ভোরেরর দিকে শহরে সিসসিসে আবহাওয়া হলেও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গরমের পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৬ শতাংশ।
উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।
Ishanee Dhar