দোলের আগে আরও বাড়ছে গরমের হাঁসফাসানি, মার্চ মাসের প্রথম সপ্তাহতেই ৩৫ ডিগ্রি ছোবে তাপমাত্রার পারদ

Published : Mar 01, 2023, 07:34 AM IST
Weather

সংক্ষিপ্ত

১ মার্চ, বুধবার তাপমাত্রার বিশেষ বদল ঘটল না। গতকালের তুলনায় তাপমাত্রার হেরফের প্রায় নেই বললেই চলে। তবে আজ সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখল শহর।

অব্যহত ভ্যাপসা গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস মার্চ মাসের ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে শহরের তাপমাত্রা। ফেব্রুয়ারি মাস থেকেই তার নজির মিলছে। ফেব্রুয়ারি মাসের শেষে ৩২ ডিগ্রির ঘরে পৌঁছেছিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা। তবে গত কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকলেও বুধবার থেকেই পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখা গেল। ভোরের দিকে গরমের অস্বস্তি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থির বদল হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাতাসে বিগত কয়েকদিন ধরেই রয়েছে আর্দ্রতার বাড়বাড়ন্তের জেরে ভ্যাপসা ভাপ আরও বাড়ছে। অন্যদিকে পার্বত্য বঙ্গে সোমবার পর্যন্ত অব্যহত ছিল বৃষ্টি। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় সোমবার বৃষ্টির না হলেও দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি চলেছে, তবে তার পরিমাণ ছিল খুবই সামান্য। চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ একই জায়গায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ ১ মার্চ, বুধবার তাপমাত্রার বিশেষ বদল ঘটল না। গতকালের তুলনায় তাপমাত্রার হেরফের প্রায় নেই বললেই চলে। তবে আজ সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখল শহর। দোলের আগেই গরমের বাড়বারন্ত চিন্তায় ফেলেছে শহরবাসীকে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের তুলনায় দু'ডিগ্রি বেশি। সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। চলতি সপ্তাহে আরও বাড়তে পারে তাপমাত্রা। দোলের আগেই ৩৫ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ পৌঁছতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এই মুহূর্তে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ।

গতকাল, ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবারও একই জায়গায় ছিল শহরের তাপমাত্রা। সকাল থেকে কুয়াশার প্রভাব তেমন না থাকলেও মুখ ভার আকাশের। সকালের দিকে ভ্যাপসা ভাব কিছুটা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় থাকছে ভ্যাপসা গরমও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতাপ পরিমাণ ৮৮ শতাংশ।

আরও পড়ুন - 

ফেব্রুয়ারি মাসের শেষেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, মার্চে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা

দক্ষিণবঙ্গে অব্যাহত ভ্যাপসা গরম, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে

তাপমাত্রার বদল ছাড়াই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা, অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী

PREV
click me!

Recommended Stories

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণের কাজ
আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস