সংক্ষিপ্ত

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েকদিন ধরে ক্রমশ বাড়বে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন আসবে না বলেই জানানো হয়েছে।

ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির সম্ভাবনা পাহড়ে। আগামী সপ্তাহেই রাজ্যে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে কমবে না গরমের অস্বস্তি। বরং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাতাসে বাড়তে পারে জ্বলীয় বাষ্পের পরিমাণ। যার ফলে আরও বাড়তে পারে অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েকদিন ধরে ক্রমশ বাড়বে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন আসবে না বলেই জানানো হয়েছে। তবে আগামী বেশ কিছুদিন দুই বঙ্গেই অব্যহত থাকবে গরমের প্রভাব।

ফেব্রুয়ারির শেষেই ঘাম ঝড়ছে রাজ্যবাসীর। এরই মধ্যে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে একদিকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে তেমনই অন্যদিকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুর জানাচ্ছে জেলায় জেলায় বাড়বে দিনের তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু'ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপু্‌ কলকাতা, হাওড়া, হুগলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। বাতাসে জ্বলীয় বাষ্প বেশি থাকার কারণে সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা?

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং এ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

ভোরে ঘন কুয়াশায় ঘুম ভাঙলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ দেখল শহরবাসী। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে।

আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা সিকিম-সহ উত্তরের একাধিক এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর লাদাখ উত্তরাখন্ড হিমাচল প্রদেশ কাশ্মীর ভ্যালি ছাড়াও পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে বৃষ্টির পূর্বাভাস। আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ দুদিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে একই রকম চললেও দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে ১ ডিগ্রি। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন - 

তাপমাত্রার বদল ছাড়াই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা, অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী

ছেলের কথা শুনে কেঁদেই ফেললেন গোপাল দলপতির মা, বউমা হৈমন্তীর সঙ্গে সত্যিই কি ডিভোর্স হয়েছিল তাঁর পুত্রের?

দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা